সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

ননদ সাবাকে পাত্তা দেন না কারিনা!

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

ছোট থেকেই লাজুক প্রকৃতির ছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের বড় মেয়ে সাবা আলি খান। পরিবারের অন্য সদস্যদের মতো ক্যামেরার সামনে আসেননি তিনি। তবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অলঙ্কারশিল্পী হিসাবে। সম্প্রতি ১৩ বছরের বিবাহবার্ষিকী পালন করলেন অভিনেত্রী কারিনা কাপুর ও অভিনেতা সাইফ আলি খান।

ভাই ও বৌদির প্রেমপর্বের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান সাবা। তাতে কারিনা কোনো মন্তব্য না করায় কটাক্ষের মুখে পড়েন সাবা। বৌদি নাকি তাকে পাত্তা দেন না। এ বিষয়ে নেটিজেনদের সমালোচনার পাল্টা জবাব দিয়েছেন সাবা।

সামাজিক মাধ্যমে কারিনা ও সাইফের ছবি শেয়ার করে নিয়ে সাবা লিখেছেন—এখনো তোমাদের মধ্যে সেই পুরোনো আকর্ষণ রয়েছে। তোমরা যখন প্রেম করতে, তখন যেমনটি ছিল। একদিকে কারিনা যেমন লোকজনকে মাতিয়ে রাখতে পারে, ভাই ততটাই ধীরস্থির। তোমার (করিনা) কাউকে পরোয়া না করার যে স্বভাব, সেটিকে পছন্দ করি। আরও একবার আমাদের পরিবারে তোমাকে স্বাগত।

সাবা আলি খানের এই পোস্টে কারিনা কোনো প্রতিক্রিয়া দেননি কিংবা মন্তব্যও করেননি। তাতেই রে রে করে ওঠেন নেটিজেনরা। পাল্টা তাদের সাবা বলেন, অন্যকে খুশি দিতে ভালো লাগে। আমি যা করছি, সেটা আমার পছন্দ, তাই করছি।

আগেও বেশ কয়েকবার কারিনাকে নিয়ে নানা কটাক্ষের মুখে পড়তে হয় সাবাকে। যদিও প্রতিবার বৌদিকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ