টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের সামাজিক মাধ্যমে দেওয়া একটি ভিডিওতে মন্তব্য করে নজর কাড়লেন স্বামী অভিনেতা যশ দাশগুপ্ত। অভিনেত্রীর ভিডিওর ক্যাপশনে অভিনেতার মজার মন্তব্য ঘিরে চলছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের আলোচনা-সমালোচনা।
সম্প্রতি অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী নুসরাত জাহান দম্পতির সম্পর্কে দূরত্বের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে তাদের সম্প্রতি সামাজিক মাধ্যম পোস্টে আবারও ঘনিষ্ঠ মুহূর্ত দেখা যাচ্ছে, যা তাদের ভক্ত-অনুরাগীদের কাছে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে।
অভিনয় ও সংসার—দুই জীবনই এখন বেশ উপভোগ করছেন এ তারকা দম্পতি। তবে নুসরাত জাহান বরাবরই ‘ডোন্ট কেয়ার’ ধরনের। নিজেকে ভালো রাখার পন্থাতেই বিশ্বাসী অভিনেত্রী। মনের কথা শুনতেই ভালোবাসেন তিনি। তবে নিজের ব্যক্তিগত জীবনকে চার দেয়ালে রাখতেই পছন্দ করেন নুসরাত জাহান।
শনিবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন নুসরাত জাহান। সেখানে দেখা যায়, হাতে এক কাপ গরম চকোলেট নিয়ে তিনি চুমুক দিচ্ছেন। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, জীবনে অনেক কিছু ঘটবে, কিন্তু চকোলেট সব ঠিক করে দেয়।
সেই ভিডিওটি শেয়া করে স্বামী যশ দাশগুপ্ত মন্তব্যের ঘরে লিখেছেন, ‘আরও কিছু চাই নাকি?’ উত্তরে লজ্জায় মুখ ঢাকা একটি ইমোজি দেন নুসরাত জাহান।