সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনিকে নিয়ে কয়েক দিন ধরে নেটিজেনদের মাঝে চলছে সমালোচনা। সেই আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর এবার স্ত্রী রিয়া মনিকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন। আজ শনিবার স্ত্রীকে তালাক দেওয়ার মাধ্যমে দুধ দিয়ে গোসল করার কথাও জানিয়েছেন হিরো আলম।
তিনি বলেন, আজ (১৮ অক্টোবর) শনিবার দুপুর ১টায় রাজধানীর আফতাবনগরের এম ব্লকে রিয়া মনিকে মৌখিক তিন তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করবেন। রিয়া মনি আমাকে খুন করতে চেয়েছিল। সে পরকীয়া করে। তার সম্পূর্ণ সাক্ষী-প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব।
স্ত্রীকে তালাক দেওয়ার পরেই বিয়ে করবেন হিরো আলম, এমন কথা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে হিরো আলম বলছেন ভিন্নকথা। তিনি বলেন, এখন আর বিয়ে করার বয়স নেই। আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছি।
এ কনটেন্ট ক্রিয়েটর বলেন, আমি একা তাদের মানুষ করতে পারব না। আগে দুইটা বিবাহ করেছি। তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল। মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে। তারা মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু তাদের অন্তরে ছিল স্টার হওয়ার নেশা। এ কারণে সংসারটা করা হলো না।
এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন স্ত্রী রিয়া মনি। কাঁদতে কাঁদতে তিনি বলেন, তার সঙ্গে সংসার করা অবস্থায় হিরো আলম মিথিলা নামে একজনের সঙ্গে পরকীয়ায় জড়ান। সেই নারী আলমকে ধর্ষণ মামলাও দিয়েছে। এসব নিয়ে দ্বন্দ্বের জের ধরে হিরো আলমকে ত্যাগ করার সিদ্ধান্ত নেন রিয়া মনি। এমনকি তাকে তালাকনামাও পাঠিয়েছিলেন তিনি। তালাকের কাগজ হাতে পেয়ে আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন হিরো আলম। বাধ্য হয়ে হিরো আলমের সংসারেই থেকে যান তিনি। কিন্তু হিরো আলম তার মন্দ চরিত্র বদলাননি বলে দাবি করেন রিয়া মনি।
সেদিন সামাজিক মাধ্যম ফেসবুকে লাইভে এসে রিয়া মনি বলেন, আমি আর নিতে পারছি না। আলম বলছে— আমাকে ধ্বংস করে দেবে। তুমি তো নিজে ধ্বংস হয়ে গেলা, পাগলা হয়ে গেলা। মানসিকভাবে ভেঙে পড়ে সবাই উঠে দাঁড়াতে পারে না। তুমি আলম মানসিকভাবে ভেঙে পড়েছো, আমি তোমাকে বাঁচিয়েছি। এখন তুমি আমাকে ধ্বংস করতে আসছো! তোমার মতো মানুষ আমাকে কি ধ্বংস করবে, মানুষের ডির্ভোস হয় না? ডির্ভোস হলে কি সম্পর্ক খারাপ হয়ে যায়? তুমি আলম পরকীয়া করেছিলে। সেই নারী তোমাকে ধর্ষণ মামলা দিয়েছে। আমার আল্লাহ যদি সঙ্গে থাকে, তুমি কিছু করতে পারবে না। তুমি সংসারজীবনে সুখি না। সব জায়গায় রাজনীতি চলে না আলম।
রিয়া মনি আরও বলেন, আমি তোমাকে ভালোবাসছিলাম। ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করেছিলাম। তোমার সঙ্গে নাটক করিনি। তোমার টাকা দিয়ে আমি চলিও নাই। তোমাকে আমি লাখ লাখ টাকা দিয়েছি। সব শেষে ভালো থাকা প্রয়োজন, সেইটা তুমি থাকতে পারছ না। সে জন্য আমাকে জ্বালাতে এসো না।