সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন

‘আমরা জীবনেও ভোটকেন্দ্র দখল করব না’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ০ প্রদর্শন করেছেন

নেত্রকোনা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও কলমাকান্দা উপজেলা আমির অধ্যাপক আবুল হাসেম বলেছেন, আমরা যদি যোগ্য হই, আমাদেরকে ভোট দিন। আমরা জীবনেও ভোটকেন্দ্র দখল করবো না।

রোববার (১৯ অক্টোবর) কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা বাজার স্কুল মাঠ এলাকায় এক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আবুল হাসেম বলেন, আসুন সব দল মিলে আমরা একটি ঐক্যের বাংলাদেশ গড়ে তুলি, যে বাংলাদেশে মানুষ হাতে হাত ধরে ভোটকেন্দ্রে যাবে, হাতে হাত ধরে মিছিলে অংশ নেবে। আমরা এমন একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ চাই।

এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, পাঁচ বছরের জন্য জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাদের কার্যকারিতা পরীক্ষা করে দেখুন। এই পাঁচ বছরে আমরা শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনে পরিবর্তন এনে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবো।

আবুল হাসেম বলেন, গত ৫৪ বছর ধরে দুর্নীতিতে দেশের অবস্থান শীর্ষে। অথচ আমাদের দলের দুইজন মন্ত্রী ছিলেন কিন্তু তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। জামায়াতে ইসলাম প্রতিশ্রুতিবদ্ধ, আমরা যদি ক্ষমতায় আসি, সরকারি গাড়ি বা প্লট নিজেদের ভোগে ব্যবহার করবো না।

হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে আবুল হাসেম বলেন, ইসলাম প্রথমেই অমুসলিমদের নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে। ইসলামের সুশীতল ছায়াতলে সব ধর্মাবলম্বী নিরাপদ জীবনযাপন করবেন।

নারীদের অধিকার বিষয়ে ভুল ধারণা দূর করে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে বলা হয়, আমরা সব নারীদের বোরকা পরাবো — এ কথা একেবারেই ঠিক নয়। আমরা কোনো মানুষের ওপর জুলুম করতে চাই না। ধর্ম কখনো জোর করে চাপিয়ে দেওয়া না; ধর্ম হলো ইচ্ছার স্বাধীনতার বিষয়।

সভায় নাজিরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও কলমাকান্দা উপজেলা আমির অধ্যাপক আবুল হাসেম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. আমানুল্লাহ, কর্মপরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক, মিডিয়া ও প্রচার সম্পাদক জহিরুল ইসলাম মামুন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. শাহানুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ