বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

ট্রাম্প–পুতিন বৈঠক অনিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

ইউক্রেনে যুদ্ধবিরতি বিষয়ে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বুদাপেস্টে সম্ভাব্য বৈঠক নিয়ে সংশয় দেখা দিয়েছে।

মস্কো মঙ্গলবার জানিয়েছে, বৈঠকের জন্য ‘নির্দিষ্ট সময়সীমা নেই’ এবং প্রস্তুতি নিতে কিছু সময় লাগতে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ‘প্রারম্ভিকভাবে কোনো নির্দিষ্ট সময়সীমা ঠিক করা হয়নি’ এবং বৈঠকের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি প্রয়োজন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতির শর্ত নিয়ে ভিন্নমত রয়েছে। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ মন্তব্য করেছেন, বৈঠকের পূর্বপ্রস্তুতির আলোচনা করার মতো সময় এখনো হয়নি।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সোমবার মার্কো রুবিওর সঙ্গে ফোনে আলাপ করেন। এ আলোচনায় কিছু ভিন্নমত প্রকাশ পেতে পারে বলে জানা গেছে। তবে ল্যাভরভ বলেছেন, ‘মস্কোর অবস্থান আলাস্কার শীর্ষ বৈঠকের পর থেকে অপরিবর্তিত’ এবং এই বিষয় তিনি সরাসরি রুবিওকে জানিয়েছেন।

আগামী ট্রাম্প–পুতিন বৈঠকের সময় ও স্থান নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আলাস্কার বৈঠকে অর্জিত সমঝোতা বাস্তবায়ন গুরুত্বপূর্ণ বলে রাশিয়ার অবস্থান। আলাস্কার বৈঠকে পুতিন জানিয়েছিলেন, যুদ্ধে স্থায়ী সমাধান নিশ্চিত করতে প্রধান কারণগুলো নিরসন করা জরুরি।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ