বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

দ্বিতীয় ওয়ানডেতে কি একজন পেসারও খেলাবে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

২০ উইকেটের ১১টাই স্পিনারদের পকেটে। আর ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে বাংলাদেশি স্পিনাররা তো রীতিমতো উৎসব করেছেন, ১০ উইকেটের ৮টাই শিকার করেছেন। দ্বিতীয় ওয়ানডের আগে তাই প্রশ্ন উঠছে, একাদশে কি আজ একজন পেসারও জায়গা পাবেন?

প্রশ্ন ওঠাটা অস্বাভাবিক আদৌ নয়। কারণ প্রথম ম্যাচে পেসারদের কাছ থেকে সাকুল্যে ৭ ওভার আদায় করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সবচেয়ে বেশি ওভার করেছেন মোস্তাফিজুর রহমান। কিন্তু তারও গতি ছিল গড়পড়তার চেয়ে কম।

তাসকিন আহমেদ মেইডেন দিয়ে শুরু করেছিলেন। কিন্তু তিনিও পরের ওভারে ১০ রান হজম করে বসেন। ম্যাচে সেটাই তার অ্যাকশনে আসা। এরপর তাকে আর দ্বিতীয় স্পেলের জন্য ডাকেননি অধিনায়ক।

দ্বিতীয় ওয়ানডেতে তাসকিনের থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। এদিকে গতকালই একাদশে নেওয়া হয়েছে স্পিনার নাসুম আহমেদকে। আজ তাসকিনের জায়গায় তার দলে ঢুকে পড়ার সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে মোস্তাফিজ মিরপুরের উইকেটে দারুণ কার্যকরী। পুরো ক্যারিয়ারে তার বোলিং গড় যেখানে ২৬.৭৯, সেখানে মিরপুরে গড়টা নেমে এসেছে ১৬.৮৫-এ। সে কারণেই আজ টিকে যেতে পারেন তিনি। হতে পারেন আজকের একাদশের সবেধন নীলমণি পেসারটি।

এদিকে ব্যাটিংয়ে প্রথম ম্যাচে ধুঁকেছে বাংলাদেশ। ওপেনাররা রান পাননি। তবে এরপরও ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসার সম্ভাবনা নেই তেমন। পরিবর্তন আসতে পারে ওই একটিই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ—
সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ