বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

পাকিস্তানে স্বর্ণের দাম কত, জানেন?

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

বাংলাদেশে সম্প্রতি হু হু করে বাড়ছে স্বর্ণের দাম। গত রোববারও প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দেশের বাজারে এখন প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাকিস্তানের বাজারেও কি স্বর্ণের দাম বাড়ছে? চলুন জেনে নেই।

বাংলাদেশের বাজারে বাড়লেও পাকিস্তানের বাজারে স্বর্ণের দাম কমছে। সোমবারও দেশটিতে হঠাৎ করেই কমে গেছে সোনার দাম। অল পাকিস্তান সরাফা জেমস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী— ২৪ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ১,৪০০ রুপি, প্রতি ভরি এখন বিক্রি হচ্ছে ৪,৪৪,৯০০ রুপিতে।

স্থানীয় বাজারে ২৪ ক্যারেট স্বর্ণের ১০ গ্রামের দাম নেমে এসেছে ৩৮১,৪৩০ রুপিতে, যা আগের দিনের তুলনায় ১,২০০ রুপি কম।

একইভাবে ২২ ক্যারেট স্বর্ণের ১০ গ্রামের দাম ৩৪৯,৬৫৬ রুপি, যা আগের দিনের তুলনায় ১,১০০ রুপি কম।

আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম কমেছে—একই দিনে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৭ ডলার কমে দাঁড়িয়েছে ৪,২৩৫ ডলার।

বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে মুদ্রার মান বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগকারীদের সতর্ক মনোভাবের কারণে সোনার দামে এই পতন ঘটেছে।

রুপার দামও কমেছে

সোনার পাশাপাশি পাকিস্তানের বাজারে রুপার দামেও দেখা গেছে পতন। সোমবার স্থানীয় বাজারে রুপার দর সামান্য হ্রাস পেয়েছে।

অল পাকিস্তান সরাফা জেমস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, প্রতি তোলা রুপার দাম ১২ রুপি কমে দাঁড়িয়েছে ৫,২৬১ রুপিতে। আর ১০ গ্রাম রুপার দাম ১০ রুপি কমে হয়েছে ৪,৫১০ রুপি।

আন্তর্জাতিক বাজারেও একই প্রবণতা লক্ষ্য করা গেছে— প্রতি আউন্স রুপার দাম ০.২৬ ডলার কমে দাঁড়িয়েছে ৫১.৬০ ডলার।

বিশ্লেষকদের মতে, আন্তঃব্যাংক বিনিময় হারের ওঠানামা ও বৈশ্বিক চাহিদার অনিশ্চয়তা পাকিস্তানে স্বর্ণ–রুপার দামে সরাসরি প্রভাব ফেলছে।

সূত্র: সামা টিভি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ