শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন

মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৮ প্রদর্শন করেছেন

অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে দীপাবলির আবহে কন্যা দুয়ার মুখ প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী  দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং। মায়ের সঙ্গে রং মিলিয়ে সেজেছে ছোট্ট দুয়া। দীপিকা ও দুয়া দুজনের পরনেই ছিল লাল রঙের জমকালো চুড়িদার পোশাক। তার সঙ্গে আছে মানানসই সোনার গহনা। অন্যদিকে বাবার পরনে সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি। দীপাবলির কথা মাথায় রেখেই সেজেছেন মা ও মেয়ে এবং বাবা রণবীর সিং।

দুয়ার মাথার দুদিকে ঝুঁটি বেঁধে দিয়েছেন অভিনেত্রী। বাবা-মায়ের মধ্যমণি হয়ে কখনো দুয়া হাসছে, আবার কখনো আকাশের দিকে তাকিয়ে কিছু দেখাচ্ছে। বাবা-মাও কন্যাকে আদরে মুড়ে রেখেছেন।

সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়ে তারকাদম্পতি লিখেছেন, ‘দীপাবলির শুভেচ্ছা।’  ছবিগুলোর মধ্যে আরও দেখা গেছে, দীপিকার কোলে বসে আছে ছোট্ট দুয়া। মা ও কন্যা দুজনেই জোড়হাতে ঈশ্বরকে ডাকছেন। অনুরাগীরাও ছোট্ট দুয়াকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত। কেউ বলছেন— দীপিকার মতো দেখতে হয়েছে দুয়া। আরবার কেউ বলছেন—রণবীরের ছাপ রয়েছে কন্যার মুখে।

উল্লেখ্য, গত বছর গণেশচতুর্থীর পরের দিনই মেয়ে দুয়ার জন্মের খবর দেন দীপিকা পাড়ুকোন। গত বছর ঠিক দীপাবলিতেই মেয়ের ছোট্ট দুটি পায়ের ছবি দিয়ে খুদের নাম প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। সেই নিয়ম মেনেই এ বছরও ঠিক দীপাবলিতেই কন্যার মুখ প্রকাশ করলেন দীপিকা ও রণবীর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ