শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

কেন শাহরুখের ‘সংসার ভাঙার’ কথা বললেন বলিউড পরিচালক

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ০ প্রদর্শন করেছেন

বেশ কিছু দিন ধরে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন বলিউড পরিচালক অভিনব কাশ্যপ। কখনো বাদশাহ শাহরুখ খান তো কখনো সালমান খানের বিরুদ্ধে মন্তব্য করে চলেছেন তিনি। আবারও তার নিশানায় শাহরুখ খান।

এর আগেও শাহরুখ খানকে নিয়ে অভিনব বলেছিলেন, শাহরুখ শুধু নিতেই পারেন। সমাজের কাউকে কিছু দেওয়ার ক্ষমতা নেই তার।

এই পরিচালক বলেন, বলিউডে এমন একটা চিন্তাধারা রয়েছে, যা আমি একেবারেই বিশ্বাস করি না। আর সেই বিশ্বাস হলো— সিনেমা ভালো হলে তার সব কৃতিত্ব হয় নায়কের। আর সিনেমা যদি হিট না হয়, তাহলে তা পরিচালকের দোষ। এই ভাবনার অবসান হোক আমি এটাই চাই। এটা একপ্রকার জিহাদি মানসিকতা।

এমন মন্তব্যের পর তা নিয়ে বলিপাড়ায় বেশ বিতর্কও তৈরি হয়। ফলে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনব বলেন, আমি কাউকে আক্রমণ করতে চাইনি। তিনি বলেন, আমি শাহরুখ, সালমান ও আমির— তিন খানের সঙ্গেই কাজ করেছি। প্রত্যেকেই একই মানসিকতা পোষণ করে না।

এ পরিচালক বলেন, সালমান নিজের প্রভাব প্রয়োগ করতে চায়, শাহরুখ তা করেন না। তিনি এত অসভ্য নয়। তবে যেটা করে তা হলো— সিনেমার আইডিয়া নিজের প্রযোজনা সংস্থা থেকে করতে চান।

অভিনব বলেন, তিনি শাহরুখের ব্যক্তিগত জীবন নিয়ে এমন কিছু জানেন, যা প্রকাশ করলে নায়কের সমস্যা হতে পারে। তাই তিনি বিষয়টি প্রকাশ করতে চাননি। তিনি বলেন, আমি চাই না আমার কারণে ওর সংসার ভেঙে যাক ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ