শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

বাড়তি স্পিনার নিয়ে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে ছড়ি ঘুরিয়েছেন স্পিনাররা। উইকেট ‘হাল’ দেখে সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়রা ওয়ানডে ইতিহাসে প্রথমবার ৫০ ওভার বল করিয়েছে স্পিনারদের দিয়ে। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে প্রতিপক্ষের ১০ উইকেটই তুলে নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা।

আর তাই টি-টোয়েন্টি সিরিজে দলকে আরও শক্তিশালী করতে বাড়তি একজন স্পিনারকে দলে যুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়ানডে সিরিজ মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হলেও টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে চট্টগ্রামে। ভেন্যু ভিন্ন হলেও কন্ডিশন স্পিন নির্ভর হবে বলেই ধারণা সফরকারীদের। তাই সবকিছু বিবেচনায় নিয়ে বাঁহাতি স্পিনার খারি পিয়েরেকে টি-টোয়েন্টি স্কোয়াডে যুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

খারি পিয়েরে যুক্ত হলেও স্কোয়াডের সদস্য সংখ্যা কমে ১৪ জনে দাঁড়িয়েছে। কারণ দুই পেসার শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডস ইনজুরির কারণে খেলতে পারছেন না।

দুই পেসার ছিটকে যাওয়ার পর ওয়ানডে স্কোয়াডে যুক্ত করা হয় আকিল হোসেন ও রেমন সিমন্ডসকে। এখন খারি পিয়েরেকে টি-টোয়েন্টি দলে নেওয়া হলো। ওয়ানডে সিরিজে তিন ম্যাচে তিনি ১ উইকেট পান।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ২৭ অক্টেবর। পরের দুটি হবে যথাক্রমে ২৯ ও ৩১ অক্টেবর। প্রতিটি খেলাই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড

শাই হোপ (অধিনায়ক), অলিক আথানাজে, আকিম অগাস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, রেমন সিমন্ডস ও খারি পিয়েরে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ