শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

সৌম্যর সেঞ্চুরি মিস দেখে আফসোস হচ্ছে বুলবুলের

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ০ প্রদর্শন করেছেন

সৌম্য সরকার আগের ম্যাচেও দলের সর্বোচ্চ রানটা করে দিয়েছিলেন। তবে চেনা সে ছন্দটার দেখা মিলছিল না যেন। সেই ছন্দের দেখা মিলল আজ। তবে দারুণ শুরুটাকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি তিনি। তার এই ইনিংস দেখে আফসোসে পুড়ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সাইফ হাসান শুরু থেকেই আক্রমণের মেজাজে ছিলেন। তবে ওপাশে সৌম্য আবার ছিলেন তার ঠিক উল্টো। শুরুর ৭ বলে রানই নিতে পারেননি।

রস্টন চেজের বলে ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক আর প্রথম স্লিপের মাঝ দিয়ে বেরিয়ে যায় বল, সৌম্যর ব্যাট থেকে আসে প্রথম রান। সেই যে শুরু, এরপর আর পেছন ফিরে তাকাননি সৌম্য। ৫ চার আর দুটো ছক্কা হাঁকিয়ে তিনি ৪৮ বল খেলেই পেয়ে যান ১৪তম ওয়ানডে ফিফটি।

প্রায় ২ বছর পর ওয়ানডে সেঞ্চুরির দেখাও পেয়ে যাবেন বলে মনে হচ্ছিল। সাইফ হাসানের সেঞ্চুরি মিসের পর খানিকটা খোলসে ঢুকে ঢুকে গিয়েছিলেন। ৬ বল থেকে একটি রানও নেননি।

শেষমেশ সে চাপটা সরাতে ছক্কা মারতে গিয়েছিলেন। আকিল হোসেইনের ঝুলিয়ে দেওয়া বলটা মারতে গিয়ে ক্যাচ দেন লং অনে। আকিম আগুস্তের হাতে ধরা পড়ে ৯১ রানে শেষ হয় সৌম্যর যাত্রা।

তার এই ইনিংস দেখে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আগে ধন্যবাদ দিলেন নির্বাচকদের আর টিম ম্যানেজমেন্টকে। তিনি বলেন, ‘সৌম্য তো ট্যালেন্টেড ক্রিকেটার। তার ক্ষেত্রে আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই। সিলেকশন এমন একটা জিনিস যে একটা ম্যাচ খারাপ করলে পরে আমরা সাধারণত ড্রপ করে দিতাম। তবে এই কনসিস্টেন্সিটা সৌম্যর কনফিডেন্স পাওয়ার ব্যাপারে সাহায্য করেছে।’

তবে এমন শুরুটা সেঞ্চুরি তো বটেই, ১৫০ও হয়নি দেখে আফসোসে পুড়ছেন বুলবুল। তিনি বলেন, ‘আমরা সাধারণত আউট হই স্ট্রাগল করতে করতে, আউট হয়ে গেছে ৯১ রানে, তবে সৌম্যর ক্যালিবারে এটা ১৫০ হতে পারত। সৌম্য খুব ভালো শুরু করেছিল।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ