কক্সবাজারের উখিয়া অধিনায়ক র্যাব-১৫ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও তাত্ত্বাবধানে অদ্য ২৫/১০/২০২৫ খিঃ তারিখ মধ্যরাতে র্যাব-১৫, সিপিসি-২( হোয়াইক্যং ক্যাম্প) এবং ডিজিএফআই কক্সবাজার এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালি ইউনিয়নের ২ নং ওয়ার্ড বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক-ডি/১১ এলাকায় একজন মাদক কারবারি মাদকের একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযানিক দলটি বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি দিলবাহার এর বসত ঘর তল্লাশি করে ১,১২,৪৬৩ ( এক লক্ষ বার হাজার চারশত তেষট্টি) পিস ইয়াবা উদ্ধার পূর্বক দিলবাহারকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
২। আটককৃত মাদক কারবারির পরিচয়ঃ
১) দিলবাহার (৫০), স্বামী-মৃত আইয়ুব, পিতা-মৃত লাল মিয়া, মাতা-মৃত বেগম বাহার, সাং-বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক নং-ডি/১১, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
৩। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।