পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক শান মাসুদকে এবার নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট বিভাগের পরামর্শক হিসেবে। একই সঙ্গে অধিনায়ক ও প্রশাসনিক পদে থাকা এমন ঘটনা ক্রিকেটে দেখা যায় না খুব একটা।
পিসিবির চেয়ারম্যান মোহসিন নকভি শুক্রবার এক নৈশভোজের সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে এই ঘোষণা দেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তান দল এবং সফররত দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রাও।
সম্প্রতি পিসিবি ‘ডিরেক্টর অব ক্রিকেট’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। এ পদে থাকা উসমান ওয়াহলাকে ‘হ্যান্ডশেকগেট’ বিতর্কে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। দুবাইয়ে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সময় ঘটেছিল সেই বিতর্ক।
পরে তাকে পদে ফেরানো হলেও জানা গেছে, এখন তাকে অন্য বিভাগে সরিয়ে দেওয়া হবে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে তার। এদিকে ওয়াহলার ফেলে যাওয়া ডিরেক্টর অফ ক্রিকেট জায়গাটিতে নতুন করে পরামর্শকের পদে দায়িত্ব পেলেন শান মাসুদ।
৩৬ বছর বয়সী এই ব্যাটার এখন পর্যন্ত ৪৪টি টেস্ট, ৯টি ওয়ানডে এবং ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন পাকিস্তানের হয়ে। পিসিবির এই পদে সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হককে প্রাথমিকভাবে এগিয়ে মনে করা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত নির্বাচিত হন বর্তমান অধিনায়ক মাসুদ।
বর্তমানে পাকিস্তান খুব বেশি টেস্ট খেলে না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ করেছে দুই ম্যাচের সিরিজ। আগামী টেস্ট সিরিজ খেলবে মার্চে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে নামবে টেস্টে। গত ১২ মাসে পাকিস্তান খেলেছে মাত্র ৯টি টেস্ট। এমনকি তাদের চেয়ে জিম্বাবুয়েও বেশি টেস্ট খেলেছে। এ সময় ১১টি ম্যাচ খেলেছে দলটি। অন্যদিকে ভারত খেলেছে ১৫টি, ইংল্যান্ড ১২টি এবং অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা খেলেছে ১১টি করে টেস্ট।
এই নিয়োগের ফলে শান মাসুদ এখন শুধু মাঠের নেতা নন, বোর্ডেরও এক গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক সদস্য।