কক্সবাজারের টেকনাফ পৌরসভাস্থ অলিয়াবাদ এলাকায় র্যাব-১৫ এর অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শহিদ উল্লাহকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, রবিবার ২৬ অক্টোবর বিকেলে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার শাপলা চত্ত্বরে অভিযান পরিচালনা করে।
অভিযানে তারা কক্সবাজারের টেকনাফ মডেল থানার মামলা নং-৫১, তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৯, এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, কক্সবাজারের রায় অনুযায়ী ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(গ) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি শহিদ উল্লাহকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শহিদ উল্লাহ (২৩) কক্সবাজারের টেকনাফ উপজেলার উত্তর নাজিরপাড়া চকবাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুস শুক্কুর।
র্যাব-১৫ জানায়, কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণ, অস্ত্র উদ্ধার, জলদস্যুতা, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও অপহরণসহ নানাবিধ অপরাধ দমনে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত শহিদ উল্লাহকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।