রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

মাধবপুরে ১৪০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রুবেল মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১১ প্রদর্শন করেছেন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় বিশেষ অভিযানে ১৪০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ খাইরুল বশর এর নেতৃত্বে এসআই জয় পাল, এএসআই হান্নান, এএসআই শহিদুল ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন এলাকায় পংকজ উরাং (পাষাণ) এর ঘরে তল্লাশি চালিয়ে একটি ড্রাম থেকে ১৪০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।

হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ খাইরুল বশর বলেন,

মাদক একটি সামাজিক ব্যাধি। সমাজ থেকে এই মরণব্যাধি নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অন্যান্য অপরাধ দমনের পাশাপাশি মাদক নির্মূলে পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে।”

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ বলেন,

আটক পংকজ উরাং-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত মাধবপুর গড়তে প্রশাসন, গণমাধ্যম ও স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ