শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু রিয়ার

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৪ প্রদর্শন করেছেন

বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী বর্তমানে অভিনয় থেকে অনেকটা দূরে আছেন। প্রেমিকের মৃত্যুর পর অভিনয় জগতের বাইরে নতুন করে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন তিনি। ভাইয়ের সঙ্গে মিলে শুরু করেছেন পোশাকের ব্র্যান্ড ‘চ্যাপ্টার ২’। এর পাশাপাশি নিজের পডকাস্ট নিয়েও কাজ করছেন অভিনেত্রী।

রিয়া চক্রবর্তী উদ্যোক্তা হিসেবে নিজেকে ব্যস্ত করে রেখেছেন। সম্প্রতি বেঙ্গালুরুর জিকিউ হিরোজ ২০২৫ সালের উদ্বোধনী আয়োজনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অভিনেত্রী। তিনি বলেন, ভিকটিম হওয়া এক ধরনের মানসিকতা। কিন্তু আমি সারভাইভার হতে চেয়েছি।

এর আগে ২০২০ সালে ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তী ভয়াবহ সমালোচনার মুখে পড়েছিলেন। সেই সময় সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে এক ধরনের ঘৃণার প্রচারণা চলেছিল।

সেই কঠিন সময়ের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, মানুষ আজও এসে আমার কাছে ক্ষমা চায়। কিন্তু আমি কখনো নিজেকে ভিকটিম মনে করিনি। তিনি বলেন, তুমি হয় ভিকটিম হতে পারো, নয়তো সারভাইভার। আমি বেছে নিয়েছিলাম সারভাইভার হওয়া— এটি মানসিকতার ব্যাপার।

রিয়া চক্রবর্তী বলেন, জীবনের কঠিন সময় তাকে ভেঙে ফেলতে পারেনি। বরং সেই সময়েই নিজের প্রতি বিশ্বাস রাখার শক্তি খুঁজে পান। তিনি বলেন, আমি অনেক বছর বাইরের স্বীকৃতি পাইনি। তাই আমাকে নিজের ভেতর থেকেই স্বীকৃতি খুঁজে নিতে হয়েছে। নিজেকেই বলতে হয়েছে— তুমি পারবে, তুমি ভালো আছো, তুমি আরও ভালো হবে।

অভিনেত্রী বলেন, যখন তুমি নিজেকে ভালোভাবে বুঝতে পারো এবং নিজের ভেতরের কণ্ঠস্বরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে কর, তখন অন্যের কথা তোমাকে আর আঘাত করতে পারবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ