শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

ধর্মা প্রোডাকশনের অর্ধেক শেয়ার বিক্রি, যা বললেন করণ জোহর

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৯ প্রদর্শন করেছেন

বলিউডের খ্যাতনামা নির্মাতা করণ জোহর স্বীকার করেছেন, তিনি নাকি সবচেয়ে খারাপ দরদামকারী — ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ শেয়ার বিক্রির পরই এমন মন্তব্যই করেছেন এই চলচ্চিত্র নির্মাতা।

সম্প্রতি সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদার পুনাওয়ালার কাছে প্রায় এক হাজার কোটি রুপিতে ধর্মা প্রোডাকশনের অর্ধেক শেয়ার বিক্রি করেছেন করণ জোহর। এই চুক্তির মাধ্যমে প্রযোজনা প্রতিষ্ঠানটির সৃজনশীল ও ব্যবসায়িক পরিসর আরও সম্প্রসারিত করার কৌশল নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে করণ জোহর বলেন, আমি ধর্মার সৃজনশীল দিকটা দেখি, কিন্তু ব্যবসায়িক সব কিছুই অনেক দিন ধরে সামলাচ্ছে আমার বন্ধু ও সিইও অপূর্বা মেহতা। আমার ব্যবসায়িক দক্ষতা খুব একটা ধারালো নয়। অপূর্বাই আসলে ধর্মা, ধর্মাটিক, ধর্মা ২.০, ডিসিএ—সব কিছুর মস্তিষ্ক। আমি কেবল সৃজনশীল দিকটা সামলাই।

কৌশলগত পদক্ষেপ ছিল শেয়ার বিক্রি

ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ বিক্রির সিদ্ধান্ত সম্পর্কে করণ বলেন, এটি ছিল একটি সঠিক পদক্ষেপ। কারণ আমি জানতাম, সঠিক বিনিয়োগের মাধ্যমে ৫০ কোটি থেকে ১,৫০০ কোটি করা সম্ভব। এই সিদ্ধান্ত আমাদের প্রতিষ্ঠানকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে।

এই অংশীদারিত্বের মাধ্যমে ধর্মা প্রোডাকশন ও ধর্মাটিক এন্টারটেইনমেন্ট এখন ভারতের প্রতিযোগিতামূলক চলচ্চিত্র শিল্পে আরও শক্ত অবস্থান নিতে পারবে।

নিজের দুর্বলতা নিয়ে খোলামেলা করণ

যদিও বড় এই ব্যবসায়িক চুক্তি সফল হয়েছে, তবুও করণ জোহর রসিক ভঙ্গিতে নিজের দুর্বলতা স্বীকার করেছেন।

তিনি বলেন, আমি দরদামে সবচেয়ে দুর্বল। আমাকে কখনো দরদামের ঘরে পাঠানো উচিত নয়, কারণ আমি সব সময় বেশি ছাড় দিয়ে কম পাই—হাসতে হাসতেই বলেন করণ জোহর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ