আরও একবার তীরে এসে তরী ডুবেছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের মিডল অর্ডার কোনো প্রকার প্রভাবই ফেলতে পারেনি। যার ফলে ম্যাচটা ১৪ রানে হেরে বসেছে স্বাগতিকরা। ৪ সিরিজ পর হারের বিস্বাদ নিতে হয়েছে দলটাকে।
এই হারের পর সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছে দল। সেই সমালোচকদের ভিড়ে যোগ দিয়েছেন রুবেল হোসেনও। বাংলাদেশ দলের সাবেক এই পেসার জানালেন, এই ম্যাচ দেখে দলে মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদের মতো ব্যাটারদের অভাব বোধ করেছেন তিনি।
শেষ অনেক দিন ধরেই বাংলাদেশের দুশ্চিন্তার নাম মিডল অর্ডার। এশিয়া কাপে প্রায় প্রতি ম্যাচেই ধসে পড়েছে দলের ব্যাটিং লাইন আপ, সেটা এই মিডল অর্ডারের দোষেই। সেই দোষের দেখা মিলল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও।
মূলত সে কারণেই রুবেলের মনে পড়ছে মুশফিক-মাহমুদউল্লাহর কথা। তিনি বলেন, ‘একজন মুশফিকুর রহিম, একজন মাহমুদউল্লাহ রিয়াদ— আজকের ম্যাচে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের অভাবটা খুবই অনুভব করেছি, বিশেষ করে মিডল অর্ডারে।’
শুরুর ১০ ওভারে ১০-এর আশেপাশে রান দিয়েও উইন্ডিজকে ১৪৯ রানে বেধে রেখেছিলেন বোলাররা। এরপরও ম্যাচটা জেতা যায়নি বলে আফসোসের শেষ নেই রুবেলের। সঙ্গে চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেট তার আফসোসটা বাড়িয়ে দিচ্ছে আরও।
তিনি বলেন, ‘এত সুন্দর কামব্যাক করলাম আমরা বোলিংয়ে, তারপরও চিটাগাংয়ের মতো ব্যাটিং সহায়ক উইকেটে জয়টা তুলে নিতে পারলাম না , এটা সত্যিই কষ্টদায়ক। চিটাগাংয়ের উইকেট সবসময় ব্যাটসম্যানদের সহায়ক থাকে, কিন্তু আজ আমাদের ব্যাটিং সেই সুযোগটা নিতে পারেনি।’
শেষমেশ তিনি প্রশ্ন রেখেছেন বারবার কেন একই ছকেই ভেঙে পড়ছে বাংলাদেশ? তিনি বলেন, ‘প্রশ্নটা থেকেই যায় , ভুলটা আসলে কোথায় হচ্ছে? কেন বারবার এমন অবস্থানে গিয়েও আমরা ম্যাচ হারাচ্ছি?’