শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন

সাংবাদিকরাও ফিক্সিংয়ে জড়িত, ড্রাফটের আগেই শাস্তি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৪ প্রদর্শন করেছেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত  আসরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। অভিযোগ ওঠার পর তদন্তে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত আগস্টেই প্রাথমিক তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সম্প্রতি চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পেয়েছে বিসিবি।

স্বাধীন তদন্ত কমিটির চূড়ান্ট তদন্ত প্রতিবেদনটি ৯০০ পৃষ্ঠার। এই প্রতিবেদনে দুর্নীতি নিয়ে পর্যালোচনা উপস্থাপনের পাশাপাশি পরিচালনাগত দিক নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তদন্ত কমিটি। আর এসব জায়গা সংস্কারের জন্য পরিকল্পিত রোডম্যাপও নির্ধারণ করা হয়েছে।

নতুন বছরের শুরুতে মাঠে গড়াবে বিপিএল। বিপিএলের ড্রাফটের আগে ফিক্সিংয়ে জড়িতেদের শাস্তির কথা জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘আমরা ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন অ্যালেক্স মার্শালকে দিয়েছি। সে সবকিছু দেখে অপরাধ অনুযায়ী চার্জ ফ্রেম করবে। তারপর সে আমাদের একটা সাজেশন দেবে। সে যে চার্জ ফ্রেম করবে সেটার ওপর ভিত্তি করেই আমরা তাদের খেলতে দেবো না। আমরা চাচ্ছি ড্রাফটের আগেই এটা পেতে। সুতরাং একটা টাইমলাইন আছে।’

ফিক্সিংয়ে অভিযুক্তদের তালিকায় ক্রিকেটাররা ছাড়াও সাংবাদিক ও ম্যানেজমেন্টের কেউ কেউ জড়িত ছিল বলেও জানালেন শাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘ড্রাফটের আগে যদি নাম (ফিক্সিংয়ে অভিযুক্তদের) পাই তাহলে ড্রাফটে তাদের নাম থাকবে না। একটা কথা মনে রাখবেন শুধু খেলোয়াড় না কিন্তু সাংবাদিকও আছে, ম্যানেজমেন্টও আছে। শুধু খেলোয়াড় না কিন্তু।’

গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আজকে এটা (বিপিএলে নিলাম) নিয়ে আলোচনা হয়েছে। আমরা এখন পরবর্তী বিপিএলের সভায় এটা নিয়ে আরও কথা বলব। আমাদের তো সময় আছে। ১৫ তারিখের পরে কিন্তু আমাদের প্লেয়ার্স ড্রাফট। এটা আজকে আমরা শুনেছি, লিখে নিয়েছি। এটা নিয়ে আমরা আলোচনা করে যেটা ভালো হয় লিগের জন্য সেটা করা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ