শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন

নিজের সব ছবি-পোস্ট মুছে ফেললেন পাকিস্তানি অভিনেত্রী, নেপথ্যে কী

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

পাকিস্তানের অভিনেত্রী আলিজেহ শাহ অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন। মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে নিজের ভালোলাগা-মন্দলাগা সবকিছু তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন। তবে এবার তার ভক্তদের চমকে দেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে নিজের ছবি ও পোস্ট দিয়ে রেখে আবার গায়েব করে দেন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের সব ছবি ডিলেট করে দিয়েছেন আলিজেহ শাহ। ফলে আবার আলোচনা-সমালোচনায় অভিনেত্রী।

একটা সময় ছোটপর্দার অন্যতম জনপ্রিয় আলোচিত মুখ ছিলেন আলিজেহ শাহ। তবে বেশ কিছু দিন ধরেই তিনি নাটকে অভিনয় থেকে দূরে আছেন। সামাজিক মাধ্যমেও তার কার্যক্রম সীমিত করে রেখেছেন। একসময় তার পোশাক ও স্টাইল নিয়ে প্রায়ই বিতর্কে জড়িয়ে পড়েন এ অভিনেত্রী।

এর আগে আলিজেহ শাহ নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, বিনোদন জগতের নেতিবাচক অভিজ্ঞতার কারণে তিনি এক ট্রমা বা মানসিক আঘাতপরবর্তী উদ্বেগে ভুগছেন।

মূলত নিজের জীবনের কঠিন সময়গুলো সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করতেন আলিজেহ শাহ। পরে তিনি বুঝতে পারেন, তা ছিল আবেগপ্রবণতা ও অস্থিরতার প্রকাশ। এ কারণেই এবার নিজের সেই পুরোনো পোস্টগুলো মুছে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, তখন আমি নিজেকেই চিনতাম না। যেসব পোস্ট দিতাম, সেগুলো আসলে ছিল আমার ভেতরের কষ্টের প্রকাশ।

এ সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হলে এক ভিডিওবার্তায় নিজেই বিষয়টি পরিষ্কার করেন আলিজেহ। তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি একই সঙ্গে ‘খুশি ও লজ্জিত’ বোধ করছি। আগের মতো নিজেকে বুঝতেন না বলেও স্বীকার করেন অভিনেত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ