সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

হৃদয় খানের সুরে নতুন গানে লিজা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

সুরকার ও সংগীতশিল্পী হৃদয় খানের সুরে নতুন গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। গানটির শিরোনাম হচ্ছে— ‘নেই অধিকার’।

র্যাপার তওফিক আহমেদের লেখা গানটির সংগীতায়োজনও করেছেন হৃদয় খান। চন্দন রায় চৌধুরীর নির্দেশনায় মিউজিক ভিডিওর শুটিং হয়েছে কক্সবাজারে। সেই ভিডিওতে লিজার সঙ্গে মডেল হয়েছেন মোহতারাম বিল্লাহ।

সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা গানের পাশাপাশি আরটিভিতে ছোটদের গানের রিয়েলিটি শো ‘লিটল স্টার’-এর বিচারকের দায়িত্ব পালন করছেন। কয়েক মাস আগে ইউরোপে সংগীত সফর করে এসেছেন তিনি। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে ২৫ দিনের ইউরোপ ট্যুরে লিজা সংগীত পরিবেশন করেছেন ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ইতালি ও স্পেনে।

‘নেই অনুরোধ’ গানের মিউজিক ভিডিওটি আগামীকাল তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে জানিয়েছেন লিজা। নতুন গান নিয়ে এ গায়িকা বলেন, ‘নেই অধিকার’ গানটি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের। কারণ আমি যে ধরনের গান করি, সেখান থেকে বের হয়ে ভিন্ন কিছু করার চেষ্টা করেছি।

তিনি বলেন, র্যাপার তওফিক আহমেদের লেখা গানের কথাগুলো মন ছুঁয়ে যাবে শ্রোতাদের। সেই কথার ওপর দারুণ সুর বসিয়েছেন হৃদয় খান। কক্সবাজারে ধারণ করা ভিডিওটিতে সেই কথাগুলোকে জীবন্ত করে তুলেছেন পরিচালক চন্দন রায় চৌধুরী। লিজা বলেন, ভিডিওতে নির্মাতা আমাকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছেন। আমিও চেষ্টা করেছি তার নির্দেশনা অনুযায়ী কাজ করতে। সব মিলিয়ে ‘নেই অধিকার’ গানটি আমার ভালো লেগেছে। আশা করছি দর্শক-শ্রোতাদেরও ভালো লাগবে।

সামাজিক মাধ্যম ফেসবুকে নতুন গানের খবর ভক্ত-অনুরাগীদের জানিয়ে লিজা লিখেছেন—এ এক হারিয়ে যাওয়ার গান, এক নীরব বেদনার গল্প, যেখানে ভালোবাসা আছে, কিন্তু দাবি নেই। এ ধরনের গান নিয়ে এটি আমার প্রথম যাত্রা। আশা করি— নেই অধিকার আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। অপেক্ষায় থাকুন, শিগগিরই আসছে আমাদের ভালোবাসার গান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ