শ্রীলংকা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে আত্মবিশ্বাসে টইটুম্বুর ছিল বাংলাদেশ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে চেনা-জানা উইকেটে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।
টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর হঠাৎ ছন্দপতন বাংলাদেশ ক্রিকেট দলের। পুরো সিরিজে ব্যাটিং ব্যর্থতাই দলের সবচেয়ে বড় দুর্ভাবনা হয়ে দাঁড়িয়েছে।
দলের এমন পারফরম্যান্সে হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
মিরপুরে সাংবাদিকদের ফাহিম বলেন, ‘শেষ টি-টোয়েন্টি সিরিজে আমাদের ধারাবাহিকতায় কিছুটা বাধা এসেছে। টানা চারটি সিরিজ জেতা সহজ নয়, তাই এবার ব্যর্থতা হতাশার হলেও এটি বড় ধাক্কা নয়। ব্যাটিংয়ে আমরা আরও ভালো কিছু আশা করেছিলাম, সুযোগ থাকা সত্ত্বেও রান তুলতে পারিনি।’
ব্যাটসম্যানদের পারফরম্যান্স প্রসঙ্গে ফাহিম উল্লেখ করেন, ‘সাইফ (হাসান) আগের মতো পারল না, তবে তামিম (তানজিদ হাসান) ভালো খেলেছে। মিডল অর্ডারে জাকের ও সোহানদের নিয়ে আমরা স্বস্তিতে ছিলাম, কিন্তু এবার ম্যাচজয়ী ইনিংস পাইনি। দল ক্লান্ত। টানা খেলার মধ্যে একটু বিশ্রাম পেলে হয়তো ভালো হতো।’
খেলোয়াড়দের বিশ্রাম ও রোটেশন প্রসঙ্গে ফাহিম বলেন, ‘পেস বোলারদের মধ্যে রোটেশন চলছে। শুধু বিশ্রাম নয়, নতুনদের গড়ে তোলার দিকেও নজর দিচ্ছি। যেন শুধু ১১ জন মূল খেলোয়াড়ের ওপর নির্ভর না করতে হয়।’
ফর্মহীন জাকেরের বিষয়ে তিনি বলেন, ‘প্রত্যাশার চাপ হয়তো প্রভাব ফেলছে। নতুন খেলোয়াড়রা প্রথমে ফ্রি মাইন্ডে খেলতে পারে, কিন্তু সময়ের সঙ্গে প্রতিপক্ষ তাদের নিয়ে পরিকল্পনা করে। আশা করি, জাকের নতুন পথ খুঁজে পাবে।’