সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

হবিগঞ্জের মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩৫টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ১,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষার প্রধান নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শাহীন মিয়া, কেন্দ্র সচিব মোঃ সাইফুল ইসলাম, সহকারী কেন্দ্র সচিব ওবায়দুল হক উজ্জ্বল ও কাজী বাছির আহমেদ।
হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ খোকন মিয়া, মোঃ আল আমিন ইসলাম ও মোঃ জাহাঙ্গীর আলম।

কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আলমাছ আহমেদ টুটুল, এবং সদস্য ফেরদৌস মিয়া, কুদ্দুস মিয়া, মুক্তার মিয়া, এখলাছ মিয়া ও শামীম মিয়া পরীক্ষার সার্বিক তদারকিতে ছিলেন।
মেডিকেল টিমে দায়িত্ব পালন করেন শাহ আলম ও শাহজান মিয়া।

পরীক্ষা শেষে সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের মেধা যাচাই ও উৎসাহ প্রদানের উদ্দেশ্যেই এ বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন করতে শিক্ষাপ্রেমী অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয়ের সহযোগিতার জন্য তারা সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

পরীক্ষা চলাকালে পরিদর্শনে আসেন এড. আমিনুল ইসলাম, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সৈয়দ মোঃ সোহেল, সাবেক ভাইস চেয়ারম্যান আঃ আজিজ, এবং হাজ্বী গোলাপ খাঁন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ