মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

কিশোরগঞ্জে ফজলুর রহমানসহ বিএনপির টিকিট পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করেছে।
সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম প্রকাশ করেন। তিনি জানান, যেসব আসনে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, সেগুলিতে পরে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে হাজির হন বিএনপি মহাসচিব।
কিশোরগঞ্জের চারটি আসনের চূড়ান্ত প্রার্থীরা হলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) পরে ঘোষণা করা হবে, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) জেলা জজ কোর্টের পিপি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) পরে ঘোষণা করা হবে, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ