ইংল্যান্ড সফরের ম্যানচেস্টার টেস্টে পায়ের পাতায় চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ভারত জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋশভ পান্ত। সম্প্রতি ভারত-এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা এ-র বিপক্ষে ৯০ রানের দারুণ এক ইনিংস খেলে নিজের ছন্দ ফিরে পেয়েছেন তিনি।
এবার প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে জাতীয় দলে জায়গা করে নিলেন পান্ত। শুধু জায়গায়ই পাননি বরং তাকে সহ-অধিনায়কের দায়িত্বটাও দিয়েছে বোর্ড।
১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই।
দলে সবচেয়ে বড় চমক হলো তারকা পেসার মোহাম্মদ শামির অনুপস্থিতি। ফিটনেস নিয়ে সন্দেহ থাকলেও শামি রঞ্জি ট্রফিতে দারুণ ফর্মে ছিলেন, প্রথম দুই ম্যাচে ১৫ উইকেট শিকার করেছেন তিনি। আশা করা হচ্ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও তাকে দলে দেখা যাবে, কিন্তু নির্বাচকরা এবার তাকে দলে রাখেননি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতের স্কোয়াড:
শুভমান গিল (অধিনায়ক), ঋশভ পান্ত (সহ–অধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, কে.এল. রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুড়েল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরাহ, অক্ষর পাটেল, নীতীশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও আকাশ দীপ।