একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দেশের প্রধান দুই স্টক এক্সচেঞ্জে আজ সকালেই লেনদেন শুরুর আগে বিনিয়োগকারীদের এ তথ্য জানানো হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংকের শেয়ার আজ থেকে লেনদেনযোগ্য নয়।
গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংক এই পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলনে জানান, ব্যাংকগুলোর বর্তমান আর্থিক পরিস্থিতির কারণে শেয়ারধারীরা আর্থিক ক্ষতি এড়াতে পারবেন না এবং শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করা হয়েছে।
এই ঘোষণার পর থেকে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দেয়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিএসইসি লেনদেন স্থগিতের সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করেছে, ফলে বিনিয়োগকারীরা অনাকাঙ্ক্ষিতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, তারল্য সংকট, বিশাল অঙ্কের শ্রেণকৃত ঋণ, প্রভিশন ঘাটতি এবং মূলধন ঘাটতির কারণে এসব ব্যাংকগুলো কার্যত দেউলিয়া অবস্থায় পৌঁছেছে। অনেকবার তারল্য সহায়তা দেওয়ার পরও এই ব্যাংকগুলোর অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং তাদের শেয়ারবাজার মূল্য মারাত্মকভাবে পড়ে গেছে এবং প্রতিটি ব্যাংকের নিট সম্পদ মূল্য বা নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ঋণাত্মক অবস্থায় রয়েছে।