শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

লন্ডনের রাস্তায় নতুন রূপে অপু বিশ্বাস, যা বলছেন ভক্তরা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ০ প্রদর্শন করেছেন

ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এখন অনেকটাই সিনেমা থেকে দূরে আছেন। তবে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়। আর নিয়মিত দেখা যায় সামাজিক মাধ্যমে। নানান বিষয় তার ভক্ত-অনুরাগীদের জানান দেন তিনি। এবার দেখা গেল ঝলমলে আলোয় মোড়া লন্ডন শহরের রাজপথে।

অনেক দিন ধরেই অপু বিশ্বাস অবকাশ যাপনে লন্ডনে আছেন। তবে সেখান থেকে তার একের পর এক গ্ল্যামারাস লুক সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন অভিনেত্রী। লন্ডনের অন্যতম বিখ্যাত ও বিলাসবহুল শপিং মল ‘হ্যারডস’ এর সামনে। সেখান থেকে একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী। নিজেকে নতুন রূপে মেলে ধরেন তিনি। এতে তার ভক্ত-অনুরাগীরা মুগ্ধ হয়েছেন।

দেখা গেছে, রাতের সোনালি আলোয় ঝলমল করছে ঐতিহাসিক ভবনটি। তার সামনে দাঁড়িয়ে যেন এক অন্যরকম রহস্যের আবহ তৈরি করেছেন তিনি। ছবিতে দেখা যায়, শীতের রাতের জন্য মানানসই কালো রঙের লম্বা কোট বা ওভারকোটে আবৃত অপু বিশ্বাস। কাঁধের কালো স্লিং ব্যাগটি তার পুরো লুকে এনে দিয়েছে একটি ক্লাসিক আভিজাত্য। তবে এ লুকে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার হাতে থাকা হীরার গহনা।

এর আগেও লন্ডন ব্রিজের সামনে সাদা কোট আর সানগ্লাসে নিজেকে মেলে ধরেছিলেন অপু বিশ্বাস। কালো পোশাকে, পরিমিত মেকআপে আর হালকা হাসির রহস্যময় ভঙ্গি যেন বলে দিচ্ছে— বর্তমানে বেশ ফুরফুরে মেজাজেই আছেন অপু বিশ্বাস। তার রূপ-লাবণ্যের প্রশংসায় যেমন পঞ্চমুখ হয়েছিলেন ভক্তরা, ঠিক তেমনই রাতের বেলায় সানগ্লাস পরায় অনেকে মজার ছলে মন্তব্যও করেছিলেন। একাধিক ছবিতে তার এই আভিজাত্যপূর্ণ লুক মন কেড়েছে নেটিজেনদের।

সামাজিক মাধ্যমে তার কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন—অপু বিশ্বাস সেখানে শুধু অবকাশ যাপনেই যাননি; নিশ্চয়ই কোনো প্রজেক্টে রয়েছেন, যেটি হয়তো পরে প্রকাশ করবেন অভিনেত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ