শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

ইউক্রেনে গোপন সফরে অ্যাঞ্জেলিনা জোলি, বিপাকে অভিনেত্রী

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বিশ্বজুড়ে মানবিক কাজের জন্য বেশ সুখ্যাতি অর্জন করেছেন। ইউনিসেফের দূত হিসাবে সারা বিশ্বে সফর করে বেড়াচ্ছেন তিনি। সম্প্রতি ইউক্রেন সফর করেছেন অভিনেত্রী। তবে যুদ্ধবিধ্বস্ত শহরগুলোতে তার এই গোপন সফর কিছু অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিয়েছে।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে ইউক্রেনে দ্বিতীয়বারের মতো সফর করেন জোলি। এ সময় কয়েকটি শিশু হাসপাতাল, প্রসূতি ওয়ার্ডসহ অন্যান্য জরুরি পরিষেবা কেন্দ্র পরিদর্শন করতে দেখা যায় অভিনেত্রীকে।

এর আগে ২০২২ সালে রাশিয়া আক্রমণের পর লভিভ গিয়েছিলেন অভিনেত্রী। এবার আরও বিপজ্জনক ও সম্মুখসারির শহর খেরসনসহ দক্ষিণ ইউক্রেনের অন্যান্য যুদ্ধকবলিত অঞ্চলে ভ্রমণ করেন জোলি।

জানা গেছে, অ্যাঞ্জেলিনা জোলির এ সফর ইউক্রেন সরকারের সঙ্গে সমন্বয় করে করা হয়নি। তিনি পায়ে হেঁটে দেশে প্রবেশ করেছিলেন। যদিও পরে ইউক্রেনীয় আর্মি ল্যান্ড ফোর্সেস এ ঘটনা নিয়ে একটি বিবৃতি শেয়ার করেছিল, পরে তা দ্রুতই মুছে ফেলা হয়। তারা এ ঘটনার সত্যতা নিশ্চিত বা অস্বীকার— কোনোটাই করেনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম পলিটিকোর খবর অনুযায়ী, এ সফরের মাঝেই ঘটে যায় একটি অপ্রত্যাশিত ঘটনা। একটি চেকপোস্টে জোলির দলের এক সদস্য যিনি তার ড্রাইভার ছিলেন, তাকে আটক করে সরাসরি ইউক্রেনীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে অস্কারজয়ী হলিউড অভিনেত্রীকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরে থাকতে দেখা যায়। অন্যান্য ছবিতে তাকে সম্প্রতি রাশিয়ার হামলায় আক্রান্ত ওই শহরের শিশুদের সঙ্গে হাসিমুখে সময় কাটাতেও দেখা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ