শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

জাহানারার পাশে দাঁড়িয়ে যে ২ দাবি তুলল ক্রিকেটারদের সংস্থা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

বিস্ফোরক এক অভিযোগ তুলে বিসিবিকে নড়েচড়ে বসতে বাধ্য করেছেন জাহানারা আলম। যৌন নিপীড়নের দাবি তুলেছেন সাবেক নির্বাচন মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ একাধিক দায়িত্বশীলের বিরুদ্ধে।

তার এই অভিযোগের পর তার পাশে দাঁড়িয়েছে ক্রিকেটারদের সংস্থা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। তাকে সমর্থন দিয়ে দ্রুত তদন্তসহ দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে সংস্থাটি।

মঞ্জুরুলের বিরুদ্ধে অভিযোগ এনে জাহানারা বলেছিলেন, ‘উনি (মঞ্জুরুল ইসলাম) একদিন আমার কাছে আসলেন, আমার কাঁধে হাত রেখে বলছিলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।’ মঞ্জুকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা বলেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মঞ্জুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।’

এরপর বিসিবিকেও কাঠগড়ায় দাঁড় করান তিনি। বলেন, ‘দেড় বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি। আমাদের যিনি হেড (তৎকালীন বিসিবির নারী উইংয়ের হেড) নাদেল স্যার, উনাকে বারবার বলেছি। এক-দুই দিন ঠিক হতো, পরে আবার যা তাই।’

এরপর বিসিবি নড়েচড়ে বসে তদন্তের ঘোষণা দিয়েছিল। এবার কোয়াব তাদফের সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানায়, জাহানারাকে সর্বোচ্চ সহায়তা করবে তারা।

সেখানে বলা হয়, ‘একজন জাতীয় ক্রিকেটার ও সাবেক জাতীয় অধিনায়ক যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, কান্না ভেজা চোখে তিনি হৃদয়ের ক্ষত তুলে ধরেছেন। তা আমাদের পুরো ক্রিকেট সমাজকে নাড়িয়ে দিয়েছে। জাহানারা আলমের প্রতিটি অভিযোগ গুরুতর এবং কোনোভাবেই এসব উপেক্ষা করার মতো নয়।’

‘জাতীয় দলের ম্যানেজার, নির্বাচক, সাবেক ইনচার্জ এবং কোচসহ যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, বিসিবি কর্তৃপক্ষ যাদের দিকে দায়িত্বহীন অবহেলার অভিযোগ তুলেছেন, প্রতিটি অভিযোগ খতিয়ে দেখার জোর দাবি জানাচ্ছি আমরা। কোনো আড়াল বা দীর্ঘসূত্রিতা আমরা এখানে দেখতে চাই না। যত দ্রুত সম্ভব তদন্ত করে কেউ দায়ী থাকলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ক্রিকেটারকে এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে না হয়।’

সঙ্গে দেশের ক্রিকেটেও এমন পরিস্থিতির ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান হয়। সেখানে বলানহয়, ‘পাশাপাশি নারী ক্রিকেটের জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়েও এই ধরনের ঘটনাও যেন গোপনীয়ভাবে খতিয়ে দেখা হয় তার দাবি জানাচ্ছি। জাহানারার প্রতি স্রেফ সহানুভূতিই যথেষ্ট নয়, তার প্রতি সবটুকু সমর্থন আমাদের আছে এবং যেকোনো ধরনের সহায়তা আমরা করব।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ