শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

গায়কের নতুন গানে ‘হানিয়া’, আবারও প্রেমের গুঞ্জন

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯ প্রদর্শন করেছেন

নিজের প্রথম একক অ্যালবামের প্রথম গান প্রকাশের পরই আলোচনায় পাকিস্তানের জনপ্রিয় গায়ক আসিম আজহার। গানে উচ্চারিত একটি শব্দ—‘হানিয়া!’—ভক্তদের কৌতূহলে ফেলে দিয়েছে, তিনি কি আবারও অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন?

নতুন গান ‘তেরে বিন নহি লাগদা’ মূলত কিংবদন্তি সংগীতশিল্পী নুসরাত ফতেহ আলি খান-এর প্রতি শ্রদ্ধাঞ্জলি। তবে গানের একটি বিশেষ অংশে আসিমের মুখে ‘হানিয়া’ শোনা যায়, আর ঠিক সেখানেই ভিডিওতেও দেখা যায় গায়ককে—যা থেকেই জন্ম নিয়েছে নতুন গুঞ্জন।

সাম্প্রতিক সময়ে দুজনকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। কয়েকদিন আগে অভিনেত্রী ইয়াশমা গিলের জন্মদিনের পার্টিতে তারা দুজন উপস্থিত ছিলেন। এর পরপরই হানিয়াকে দেখা যায় আসিমের জন্মদিনেও, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে।

এর আগেই আসিম প্রকাশ করেছিলেন তার আসন্ন অ্যালবামের টিজার ভিডিও। সেখানে দেখা গেছে শৈশবের কিছু মুহূর্ত, পুরনো পারফরম্যান্স ও তার মা অভিনেত্রী গুল-এ-রানার আবেগঘন বক্তব্য। ভিডিওটির শেষে অ্যালবামের সম্ভাব্য ট্র্যাকলিস্টের ইঙ্গিতও পাওয়া যায়।

তবে তীক্ষ্ণ নজরের দর্শকরা সেখানে লক্ষ্য করেছেন এক মুহূর্তের জন্য হানিয়া আমিরের উপস্থিতি—২০১৯ সালের এক ফ্যাশন শোতে তাদের ভাইরাল পারফরম্যান্সের দৃশ্যটি ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ নামের সম্ভাব্য গানের নিচে দেখা গেছে।

আসিমের জন্য এ ধরনের রহস্য তৈরি করা নতুন কিছু নয়। ২০২৪ সালের অ্যালবাম ‘বেমতলব’ প্রকাশের আগেও তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খালি করে দিয়েছিলেন, নতুন অধ্যায়ের ইঙ্গিত দিতে।

আসন্ন ২৪ নভেম্বর মুক্তি পাচ্ছে তার নতুন অ্যালবাম ‘আসিম আলি’। ভক্তদের প্রত্যাশা, এটি হতে যাচ্ছে আসিম আজহারের সবচেয়ে ব্যক্তিগত ও আবেগঘন অ্যালবাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ