শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

এখন আর আগের মতো ঘনিষ্ট দৃশ্যে অস্বস্তি পান না ফ্লোরেন্স

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৩ প্রদর্শন করেছেন

ইংরেজ অভিনেত্রী ফ্লোরেন্স পু ২০১৪ সালে ‘দ্য ফলিং’ সিনেমার মাধ্যমে পেশাদার অভিনয় শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন। তিনি ‘লিটল উইমেন’, ‘ব্ল্যাক উইডো’, ‘মিডসমার’, ‘লেডি ম্যাকবেথ’ এবং ‘ওপেনহেইমার’-এর মতো অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তার কর্মজীবনের জন্য তিনি BAFTA পুরস্কার এবং একটি একাডেমি পুরস্কারের জন্য মনোনয়নসহ একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।

সম্প্রতি ‘দ্য লুইস থেরউক্স পডকাস্ট’-এ ইন্টিমেসি কো-অর্ডিনেটরদের সঙ্গে তার অভিজ্ঞতা খোলাখুলিভাবে জানিয়েছেন ফ্লোরেন্স পু। তিনি বলেন, সিনেমার যৌন দৃশ্যের সময় শিল্পীদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইন্টিমেসি কো-অর্ডিনেটররা কাজ করেন।

অভিনেত্রী বলেন, তারা জটিলতা কমিয়ে শুটিংটাকে সহজ করে তোলে। যৌন দৃশ্যগুলোকে স্বাভাবিক কাজ হিসেবে অনুভব করান। পরিবেশটা কখনো ঘোলাটে বা বিব্রতকর হতে দেন না। আমি তাদের সঙ্গে কাজের ভালো ও খারাপ দুই ধরনের অভিজ্ঞতা পেয়েছি।

ফ্লোরেন্স পু বলেন, আগে অনেক যৌন দৃশ্য তিনি কো-অর্ডিনেটর ছাড়া শুটিং করেছেন। যদিও তিনি নিজের ওপর আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু তিনি দেখেছেন— তখন কেউ কেউ বিব্রতকর পরিস্থিতি তৈরি করে দৃশ্য পরিচালনা করতেন। অভিনেত্রী হিসাবে তিনি সেগুলো উপভোগ করতে পারতেন না। বিশেষ করে একটা নিরাপত্তাহীনতা কাজ করত। মনে হতো তাকে রক্ষা করার কেউ নেই শুটিং সেটে বলে জানান অভিনেত্রী।

ফ্লোরেন্স পু বলেন, তবে বর্তমানে তিনি ইন্টিমেসি কো-অর্ডিনেটরদের সঙ্গে কাজ করে ফ্যান্টাস্টিক অভিজ্ঞতা পাচ্ছেন। এমনও একটি খারাপ উদাহরণ ছিল, যেখানে কেউ দৃশ্যকে অদ্ভুত ও অস্বস্তিকর করে তুলেছিল। শুটিং স্বস্তির ছিল না। এখন সেটা পরিবর্তন এসেছে।

অভিনেত্রী বলেন, ইন্টিমেসি কো-অর্ডিনেটররা নারীর সেটে আরও স্বাধীনতা দিচ্ছেন।  নারী হিসেবে ঘনিষ্ঠ দৃশ্যে শুটিং করা একটু জটিল কাজ। তাই অনেক কিছু ভাবতে হয় তাদের। তিনি বলেন, আমি নারী হিসেবে কখনো পরিচালককে বলতে পারতাম না যে, আর বেশি টেকের দরকার নেই। আমার সহশিল্পীই সেটে গিয়ে পরিচালককে জানিয়েছেন যে— এটা করা দরকার নেই, যেটুকু হয়েছে সেটি পারফেকট।

ফ্লোরেন্স পু আরও বলেন, তখন বুঝতে পারলাম— আমি নিজে এই কথাটা বলতে পারতাম না। আমি বললে টিম মনে করত নারী বলে আমি অস্বস্তি অনুভব করছি। কিন্তু যখন আমার সহ-অভিনেতা বলল, তখন সেটি খুব সহজেই গ্রহণ করা হলো।

ইন্টিমেসি কো-অর্ডিনেটররা যৌন দৃশ্যের গল্প বোঝার, সংবেদনশীলতা এবং দৃশ্যের নৃত্যের মতো দিকগুলো শিখতে সাহায্য করে থাকেন। তিনি বলেন, ভালো কো-অর্ডিনেটরের মাধ্যমে যা শিখেছি তা খুবই কার্যকর। যৌন দৃশ্যগুলো নিয়ে এখন আমার অস্বস্তি বা কষ্ট হয় না বলে জানান ফ্লোরেন্স পু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ