শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

জাজিরায় মিছিলের পর চিনির ট্রাকে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৭ প্রদর্শন করেছেন

শরীয়তপুরের জাজিরায় একটি চিনির ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতকারীরা। এর আগে জাজিরার নাওডোবা এলাকায় একটি মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার(১৩ নভেম্বর) সকালে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা তস্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় মিছিল করেন তাদের নেতাকর্মীরা। এ সময় তারা লাঠিসোঁটা ও ককটেল প্রদর্শন করে।

এর কিছুক্ষণ পর ওই এলাকা দিয়ে ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাওয়া একটি চিনির ট্রাকে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। এতে আধাঘণ্টার বেশি সময় ধরে ঢাকা- শরীয়তপুর যানচলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে পুলিশ আসার আগেই সড়ক থেকে পালিয়ে যান দুষ্কৃতকারীরা।

এদিকে আওয়ামী লীগ ও তাদের সহযোগী অঙ্গসংগঠনের নেতাদের মিছিলের একটি ৩৯ সেকেন্ডের ভিডিও ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেইজে আপলোড করা হয়েছে। সেখানে দেখা যায়,শতাধিক লোক হাতে লাঠিসোঁটা নিয়ে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় মিছিল করছে। মিছিলের সম্মুখভাগে থাকা এক ব্যক্তির দুই হাতে ককটেল দেখা যায়। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকে।

শরীয়তপুর সুপার সার্ভিসের গাড়ী চালক মতিউর রহমান বলেন, একটি ট্রাকে অগ্নিসংযোগ করার কারণে ২০-২৫ মিনিট গাড়ী বন্ধ ছিল। এখন স্বাভাবিক আছে।

এ ব্যাপারে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, একটি ট্রাকে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করেছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক আছে। তাছাড়া মিছিলের বিষয়টি আমাদের নজরে এসেছে। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মাঠে আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ