শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন

অসুস্থ ধর্মেন্দ্রের অন্দরের ঝলক প্রকাশ্যে, কে ফাঁস করল গোপনীয়তা?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

বাড়িতে চিকিৎসা চলছে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রের। বাড়িতেই অভিনেতার শরীরে চিকিৎসার জন্য নানা ধরনের যন্ত্র বসানো হয়েছে। তার ঘর আপাতত যেন হাসপাতালে রূপান্তরিত। অন্দরমহলের এমনই দৃশ্যই বুধবার (১২ নভম্বের) রাত থেকে সামাজিক মাধ্যমে ভাইরাল।

দেওল পরিবার এবং হেমা মালিনী যখন সবাইকে একাধিকবার তাদের পারিবারিক গোপনীয়তা বজায় রাখার বিশেষ অনুরোধ জানিয়েছেন, তখন কী করে এত বড় কাণ্ড ঘটে গেল, তা নতুন করে আলোচনায়?

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে— অসুস্থ ধর্মেন্দ্রের চিকিৎসা চলছে। কান্নাকাটি করছেন দেওল পরিবারের সদস্যরা। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—ধর্মেন্দ্রের এমন অবস্থা দেখে নতুন করে উদ্বিগ্ন তার ভক্ত-অনুরাগীরাও। তাদের প্রিয় অভিনেতার প্রকৃত অবস্থা কী? তা জানতে চেয়েছেন তারা। সেই সঙ্গে এভাবে ব্যক্তিগত মুহূর্ত ফাঁস হয়ে যাওয়ার মতো ঘটনারও তীব্র নিন্দা জানিয়েছেন তারা।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তোলপাড়ের এ ঘটনায় দেওল পরিবারের অভিযোগ— হাসপাতাল থেকে যে পরিচর্যাকারীকে পাঠানো হয়েছিল, তিনিই এ কাণ্ডটি ঘটিয়েছেন। ভিডিওতে দেখা গেছে অভিনেতা অচৈতন্য। হাইড্রোলিক বিছানায় শুয়ে। তাকে ঘিরে সানি, ববি, প্রথম স্ত্রী প্রকাশ কৌরসহ নাতি-নাতনিরা। প্রত্যেকে বিষণ্ণ। কান্নায় ভেঙে পড়েছেন প্রথম স্ত্রী। এমন ভিডিও ছড়িয়ে পড়ার পরেই তারা যোগাযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে।

বিষয়টি জানানো হলে কর্তৃপক্ষের তরফে খতিয়ে দেখা হয়। তারা জানায়, পরিচর্যাকারীই গোপনে পারিবারিক মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। ছড়িয়ে দেন সামাজিক মাধ্যমে। সেখান থেকে নিমেষে সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে। ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ