বলিউড তারকা ভিকি কৌশল জানালেন, কীভাবে কমেডিয়ান সুনীল গ্রোভার তার সঙ্গে ক্যাটরিনা কাইফের প্রথম পরিচয়ের সূত্র হয়ে উঠেছিলেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে ‘স্যাম বাহাদুর’–খ্যাত এই অভিনেতা তাদের সম্পর্কের শুরুর দিনগুলোর কিছু অজানা গল্প তুলে ধরেন।
ভিকি বলেন, এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমবার ক্যাটরিনার সঙ্গে তার দেখা হয়। সেখানে তিনি সঞ্চালক ছিলেন এবং ক্যাটরিনা পারফর্ম করছিলেন। আমি তখন ‘চিকনি চামেলি’ গানে তার সঙ্গে মঞ্চে পারফর্ম করি। পরে ব্যাকস্টেজে সুনীল গ্রোভার আমাদের পরিচয় করিয়ে দেন।
প্রথম কথোপকথনটিও ছিল বেশ মজার। ভিকির ভাষায়, আমাদের দেখা হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ক্যাটরিনা আমাকে শো–হোস্ট করার টিপস দিতে শুরু করেন, যদিও আমি তখন সঞ্চালনা প্রায় শেষ করে শুধু গুড নাইট বলতেই মঞ্চে ফিরতে হত!
ভাইরাল হওয়া দ্বিতীয় সাক্ষাৎ
দু’জনের দ্বিতীয় সাক্ষাৎও হয়েছিল আরেক পুরস্কার আয়োজনেই। সেই অনুষ্ঠানে স্ক্রিপ্ট করা একটি অংশে ভিকি মজা করে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দেন—যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
ভিকি বলেন, সেই শোতে আমি ক্যাটরিনাকে বলেছিলাম, ‘আপনি কোনো ভালো মানুষ, যেমন ভিকিকে, বিয়ে করে নেন না কেন?’ যদিও তখন আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না।
এই ঘটনাই ভক্তদের মধ্যে জল্পনা বাড়ায়। পরে বাস্তব জীবনেও তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।
সাক্ষাৎকারে ভিকি আরও জানান, বিয়ের আগেই ক্যাটরিনা একবার একটি প্রিয় পাঞ্জাবি গান গেয়ে তার জন্য ভিডিও করে পাঠিয়েছিলেন। গানটি ছিল রোমান্টিক—ওই মুহূর্তটা আমাদের সম্পর্ককে আরও গভীর করেছিল।
দীর্ঘদিনের আলোচনার পর ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এ জুটি সম্প্রতি, ২০২৫ সালের ৭ নভেম্বর, প্রথম সন্তানের—একটি পুত্রসন্তানের—জন্মের খবর জানান, যা তাদের নতুন অধ্যায়ের সূচনা করেছে।