শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

কেন তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন শার্লিন চোপড়া?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া আগাগোড়াই বিতর্কে জড়িয়ে থাকেন। কখনো পোশাক, কখনো বা বিতর্কিত মন্তব্য তাকে গণমাধ্যমে শিরোনামে রাখে। আবারও অভিনেত্রী চাঞ্চল্য সৃষ্টি করেছেন। অস্ত্রোপচারের মাধ্যমে স্তনের আকার বাড়িয়েছিলেন তিনি। আর তাতেই শুরু হয় কষ্ট। লাস্যময়ী হতে চেয়েছিলেন শার্লিন। কিন্তু এতেই লুকিয়েছিল বিপদ। তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হয় অভিনেত্রীকে?

বেশ কয়েক বছর আগে কৃত্রিম উপায় স্তনবৃদ্ধি করেছিলেন শার্লিন চোপড়া। যার ফলে তার ঊর্ধাঙ্গের ওজন অনেকটা বেড়ে গিয়েছিল। এর ফলেই শুরু হয় পিঠে ব্যথা। তবে শুধু স্তনে অস্ত্রোপচার করে ক্ষান্ত হননি অভিনেত্রী। সেই সঙ্গে সারা মুখে ‘ফিলার’ লাগিয়ে দেন শার্লিন। নিজেকে আকর্ষণীয় দেখাতেই বিপুল অর্থ খরচ করেছিলেন অভিনেত্রী। কিন্তু সেটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল।

সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শার্লিন চোপড়া লিখেছেন, ২০২৩ সালে আগস্ট মাসে আমি আমার মুখের সব ফিলার সরিয়ে দিই, যাতে নিজের আসল রূপ দেখতে পাই। এর পাশাপাশি সম্প্রতি স্তনে অস্ত্রোপচার করাই, যাতে অতিরিক্ত ওজন ছাড়া জীবনযাপন করতে পারি।

শার্লিন বলেন, গত কয়েক দিন ধরে পিঠ, ঘাড়, বুক ও কাঁধে প্রচণ্ড ব্যথা হচ্ছে। সেই সঙ্গে স্তনযুগল অত্যধিক ভারি মনে হতে থাকে। তারপরেই আবার অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আমার স্তনে ভারি বোধ হচ্ছিল। বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করার পর আমি জানতে পারি যে, এই ব্যথার আসল কারণ হচ্ছে— আমার ভারি স্তনযুগল। তাই নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে, আমি আবার ‘ইমপ্লান্ট’ সরিয়ে দিই। এখন তার অবস্থা স্থিতিশীল বলেই জানান শার্লিন চোপড়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ