শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

শয্যাশায়ী ধর্মেন্দ্রর ছবি ফাঁস, রেগে গেলেন অমিতাভ-জয়া

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। কিন্তু হাসপাতালের একটি ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। আইসিইউতে শয্যাশায়ী এ তারকা। তাকে ঘিরে দাঁড়িয়ে পরিবারের সদস্যরা। কেউ কেউ কাঁদছেন। এমন ভিডিও কেউ রেকর্ড করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন। তদন্ত শুরু হয়েছে।

বন্ধুর সঙ্গে এমন ব্যবহার দেখে চুপ থাকতে পারেননি অমিতাভ বচ্চন। সেই সঙ্গে বীরুর জন্য রুখে দাঁড়ালেন বর্ষীয়ান অভিনেত্রী জয় বচ্চনও।

এ বিতর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে অমিতাভ লিখেছেন— কোনো নীতিবোধ নেই। এদের মধ্যে আচার, ব্যবহার ও মূল্যবোধ বলে কিছু নেই। তিনি সরাসরি ধর্মেন্দ্রের নাম উল্লেখ করেননি। ওই প্রসঙ্গও নেই তার মন্তব্যে। কিন্তু অনুরাগীদের অনুমান— এই মন্তব্য অমিতাভ করেছেন ধর্মেন্দ্রের জন্যই।

বৃহস্পতিবার রাতে ফটোসাংবাদিকদের ওপর মেজাজ হারান অভিনেত্রী জয়া বচ্চনও। কন্যা শ্বেতা বচ্চনের সঙ্গে এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে ফটোসাংবাদিকরা ঘিরে ধরলেই রেগে যান বর্ষীয়ান অভিনেত্রী। জয়া বচ্চন বলেন, চুপ কর। মুখ বন্ধ রাখো। ছবি তোলো, ব্যস! তিনি বলেন, আপনারা ছবি তুলতেই পারেন। কিন্তু অসভ্যতা করবেন না। শুধু মন্তব্য করতে থাকেন আপনারা।

এর আগেও ফটোসাংবাদিকদের ওপর মাথা গরম করেছিলেন জয়া। তবে এবার অভিনেত্রীর রাগ দেখে নেটিজেনদের অনুমান— ধর্মেন্দ্রের বিষয় নিয়ে ক্ষুব্ধ তিনি।

হাসপাতাল থেকে ভিডিও কীভাবে ফাঁস হলো তা নিয়ে প্রশ্ন ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। তারা জানান, পরিচর্যাকারীই গোপনে পারিবারিক মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। সেখান থেকেই ভিডিওটি ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। ১১ নভেম্বর খবর ছড়িয়ে পড়ে— বর্ষীয়ান অভিনেতার মৃত্যু হয়েছে। এই খবর মিথ্যা বলে জানায় তার পরিবার। বুধবার বাড়ি ফিরেছেন ধর্মেন্দ্র।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ