শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন

একটি দল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে: জসিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭ প্রদর্শন করেছেন

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জসিম উদ্দিন অভিযোগ করে বলেছেন, ইসলামের নাম ভাঙিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল ভোটের জন্য প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তারা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে এবং সহজ-সরল নারীদের বেহেশতের প্রলোভন দেখাচ্ছে, যা সরাসরি ধর্ম ব্যবসা ও প্রতারণার শামিল বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে বুড়িচং উপজেলার পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে ‘পূর্ণমতি তরুণ প্রজন্ম’ আয়োজিত ডাবল এলইডি টিভি কাপ মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জসিম উদ্দিন আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে ওই দল ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু করেছে। তাই ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে সবাইকে সতর্ক থাকতে হবে। নিজের রাজনৈতিক পথচলার প্রসঙ্গে তিনি জানান, ৩০ বছর ধরে আমি এই জনপদে বিএনপির রাজনীতি করছি। দল ও তারেক রহমান আমার কাজের মূল্যায়ন করেছেন—এজন্য আমি কৃতজ্ঞ।

তিনি আশ্বস্ত করেন যে, মনোনয়নপ্রত্যাশী দলের অন্যান্য নেতাদের সঙ্গেও ইতোমধ্যে কথা হয়েছে এবং শিগগিরই সবাইকে সঙ্গে নিয়ে এক মঞ্চে ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, এমপি নির্বাচিত হলে এই অঞ্চলে ‘মাদক জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করবেন।

এ সময় কুমিল্লার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ