শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

ভারতীয় বাহিনীর হাতে আটক ৫৫ বাংলাদেশি জেলে

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০ প্রদর্শন করেছেন

ভারতের জেলেরা সমুদ্রসীমা অতিক্রম করে প্রবেশ করার অভিযোগে ২৬ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে। রবিবার (১৬ নভেম্বর) রাতের দিকে এই ঘটনা ঘটেছে।

জানা যায়, ভারতের উপকূলরক্ষী বাহিনী যখন বাংলাদেশি ট্রলারটি লক্ষ্য করে, তখন তারা কাগজপত্র যাচাইয়ের জন্য ট্রলারটির দিকে যায়। পরিদর্শনের পর তারা জানতে পারে ট্রলারটি বাংলাদেশি জেলেদের। এরপর উপকূলরক্ষী বাহিনী তাৎক্ষণিকভাবে ফ্রেজারগঞ্জ উপকূলীয় পুলিশ স্টেশনে খবর দেয়। একই রাতেই ২৬ জন জেলেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে, শনিবার রাতেও ভারতীয় কোস্টগার্ড ২৯ জন বাংলাদেশি জেলেকে আটক করে। তাদের সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে হাজির করার কথা রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় পথ হারিয়ে ভারতীয় জলসীমায় প্রবেশ করেছে বাংলাদেশি জেলেরা। তবে সঠিক কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ