শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

সৌদির হোটেল কক্ষে দীঘিকে চিরকুট, যে বার্তা পেলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯ প্রদর্শন করেছেন

সৌদি আরবে চলমান ‘রিয়াদ সিজন’-এর ষষ্ঠ আসরের অংশ হিসেবে ‘বাংলাদেশ কালচার’ পর্বে পারফর্ম করতে রিয়াদে আছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সেখানে হোটেলে অবস্থানকালে ঘটে যাওয়া এক ছোট্ট ঘটনা তাকে এনে দিয়েছে আনন্দ আর আবেগের মিশেল।

দিঘী জানান, তিনি বাইরে থাকার সময়ে একজন পরিচ্ছন্নতা কর্মী তার হোটেল রুমে একটি ছোট চিরকুট রেখে যান। সেই নোটে দীঘির সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করা হয়। বিষয়টি ফেসবুকে শেয়ার করে তিনি জানান, চিরকুটটি তাকে আনন্দ ও বিস্ময়ে ভরিয়ে দিয়েছে।ফেসবুকে দীঘি লিখেছেন, সকালে বের হওয়ার সময় রিসেপশনে রুম পরিষ্কার করে দেওয়ার কথা বলেছিলাম। পরে অনেক হাঁটা–হাঁটি আর শপিং শেষে রুমে ফিরে দেখি টেবিলে রাখা একটি ছোট্ট নোট। সম্ভবত যিনি রুমটি পরিষ্কার করেছেন তিনি একজন বাংলাদেশি। এই ডিজিটাল যুগেও কেউ হাতে লেখা চিরকুট দিয়ে দেখা করতে চাইছে বিষয়টা সত্যিই ভীষণ মিষ্টি লাগল।

তিনি আরও লিখেছেন, এই ছোট্ট নোট আমাকে মনে করিয়ে দিল ভালোবাসা এখনো চিঠির মতো সরল জায়গাতেই রয়েছে। আমার ভক্তদের জন্যই আমি আজও লড়াই করছি। তাদের এই ভালোবাসা যেন সারাজীবন থাকে।

রিয়াদ সিজনের এ আয়োজনে শুধু দীঘি নন, উপস্থিত থাকবেন আসিফ আকবর, মনির খানসহ আরও বেশ কয়েকজন শিল্পী। প্রসঙ্গত, দীঘিকে সর্বশেষ দেখা গেছে ‘জংলি’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী ছিলেন সিয়াম আহমেদ। এ ছাড়াও তার হাতে এখন আরও দুটি নতুন চলচ্চিত্রের কাজ রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ