ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি স্বাগতিক পাকিস্তান বনাম জিম্বাবুয়ে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে জিম্বাবুয়ে। ৮ ওভারে ৯ গড়ে ৭২ রান করে ভালো পজিশনেই ছিল জিম্বাবুয়ে। তখন মনে হয়েছিল স্কোর হয়তো দুইশোর কাছাকাছি যাবে।
কিন্তু এরপর মাত্র ৭৬ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৭ রানে ইনিংস থামায় জিম্বাবুয়ে। দলের হয়ে ৩৬ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪৯ রান করেন রায়ান বেনেট।
২৪ বলে তিন চার আর এক ছক্কার সাহায্যে ৩৪ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক সিকান্দার রাজা। ২২ বলে ৩০ রান করেন আরেক ওপেনার মারুমি।
পাকিস্তানের হয়ে দুই উইকেট নেন মোহাম্মদ নওয়াজ। এছাড়া একটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, সালমান মিরাজ, সায়েম আইয়ুব ও আবরার আহমেদ।