শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন

বাংলাদেশে হেরে ভারতের কোচ বললেন ‘খুবই খারাপ লাগছে’

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১১ প্রদর্শন করেছেন

২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পেল  বাংলাদেশ। ২০০৩ সালের পর এই প্রথম বাংলাদেশের কাছে ১-০ ব্যবধানে হারল ভারতীয় ফুটবল দল।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় কোচ খালিদ জামিল বলেন, আমরা হেরেছি-এটা খুবই খারাপ, খুবই খারাপ। না, না, দুর্ভাগ্য বলে কিছু না। এটাই ফুটবল। আপনি কঠোর পরিশ্রম করলে ৩ পয়েন্ট পাবেন। আমাদেরও খুব কঠোর পরিশ্রম করতে হতো তিন পয়েন্ট পাওয়ার জন্য।

ম্যাচ জুড়ে দারুণ খেলেছেন বাংলাদেশ দলের তারকা হামজা চৌধুরী। প্রথমার্ধে লালিয়ানজুয়ালা চাংতের শট হেডে ক্লিয়ার করে ভারতকে সমতায় ফিরতে দেননি ইংল্যান্ড প্রবাসী ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে কেবল হামজা নয়, প্রতিপক্ষ দলের সবার খেলারই প্রশংসা করলেন খালিদ।

ভারতীয় কোচ বলেন, আপনারা দেখেছেন, আমরা যে গোলগুলো খেয়েছি, সেগুলো কাউন্টার-অ্যাটাক থেকে এসেছে। আমি গতকালই বলেছি, বাংলাদেশের সব খেলোয়াড়ই ভালো-শুধু হামজা নয়।

দুই প্রতিবেশির লড়াইয়ে মেজাজ হারানোর ঘটনাও ঘটেছে। প্রথমার্ধের শেষ দিকে তপু বর্মনের করা একটি ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুই দলের মধ্যে। ধাক্কাধাক্কিও হয় কিছুটা। তপু ও নারাভি নিখিল প্রভুকে হলুদ কার্ড দেখান রেফারি।

ভারত কোচ অবশ্য এসব বিষয় স্বাভাবিকভাবেই নিলেন। তিনি বলেন, ফুটবলে এমনটা হয়। কখনো শারীরিক, কখনো অন্যরকম। ফুটবল এমনই একটি খেলা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ