শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

হৃতিক-সুজানের সম্পর্ক বিষিয়ে গেলে তিক্ততা কাটান একজন?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

বলিউড অভিনেতা হৃতিক রোশান ও সুজান খান দম্পতির ১৪ বছরের সংসার। একটা সময় সেই বিবাহিত সুখের সংসার বিচ্ছেদে রূপ নেয়। এখন তারা আলাদা জীবনযাপন করছেন। দুজনেই নিজেদের জীবন এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে দাম্পত্য ভাঙলেও হৃতিক রোশান ও সুজান খানের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়ে গেছে।

যদিও একটা সময় ছিল— যখন হৃতিকপত্নী প্রায় ৪০০ কোটি টাকার খোরপোশ চান হৃতিকের কাছে। দুজনের মধ্যে সম্পর্ক তিক্ততায় ভরে ওঠে। কিন্তু পরে সহমর্মিতা দিয়ে ও ভালোবাসা দিয়ে সেই সম্পর্ক আবার জোড়া লাগে সুজানের মা জারিন খানের বদৌলতে। তার প্রয়াণে এবার হৃতিকের মা পিঙ্কি রোশান সামাজিক মাধ্যমে এমন কথাই জানালেন।

হৃতিক রোশানের মা পিঙ্কি রোশান জানান, তিনি ও জারিন ছিলেন প্রাণের বন্ধু। যেদিন তাদের ছেলেমেয়েরা স্বামী-স্ত্রী হলো, সেদিনটি ছিল তাদের জন্য অত্যন্ত সুখের দিন। ঠিক একই ভাবে দুজনের বিচ্ছেদে একে অপরকে জড়িয়ে কেঁদেছেন তারা। আবার একে অপরকে উষ্ণ আলিঙ্গন করে সামাল দিয়েছেন মনের কষ্ট।

সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে পিঙ্কি লিখেছেন— আমাদের ছেলেমেয়েরা যখন জীবনের কঠিন সময়ের মধ্যে যাচ্ছে, আমরা তখন ঘৃণার বদলে একে অপরের প্রতি সহমর্মী হয়েছি। ওদের সম্পর্ক বিষিয়ে যেতে পারত, কিন্তু জারিন তা হতে দেয়নি। এখনকার পৃথিবীতে লোকে থেরাপি নেয়, মনোবিদের কাছে যায়। যে মানুষ জারিনকে চেনে, সে এমনিতেই দিশা পাবে জীবনে।

উল্লেখ্য, অনেক দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন সুজান খানের মা জারিন খান। গত ৭ নভেম্বর ৮১ বছর বয়সে প্রয়াত হন তিনি। অন্ত্যেষ্টিক্রিয়ার পর অদ্ভুত শূন্যতা অনুভব করেন তার মেয়ে ও হৃতিক রোশানের সাবেক স্ত্রী সুজান খান। বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। তার মায়ের মৃত্যুতে স্বজনবিয়োগের কষ্ট পেয়েছেন বলিউডের অনেকেই। ঠিকই একই রকম কষ্ট পেয়েছেন সাবেক বেয়াইন পিঙ্কি রোশানও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ