রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন

দেশে ভয়াবহ ভূমিকম্পের আঘাত, যা বললেন শোবিজ তারকারা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী।

শুক্রবার স্বাভাবিকভাবেই অফিস-আদালত ও শিক্ষা-প্রতিষ্ঠান ছুটি থাকায় সবাই বাসা-বাড়িতেই অবস্থান করছিলেন। কিন্তু ছুটির দিন সকালে হঠাৎ করেই শক্তিশালী ভূমিকম্প আঘান হানলে আতঙ্ক বিরাজ করে সবার মনে। আকস্মিক এই ভূকম্পনে অনেকেই তাড়াহুড়ো করে বাইরে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

শক্তিশালী এ ভূমিকম্পের ঘটনায় দেশবাসী আতঙ্কিত। যার ছাপ সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত পৌঁছেছে। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অনেকেই ভূমিকম্পের ভয়াবহতা প্রকাশ করেছেন। কেউ কেউ নিজে নিরাপদ থাকার বিষয়টি জানাচ্ছেন। যা থেকে বাদ যাননি শোবিজ ইন্ডাস্ট্রির তারকারা।

শুক্রবার বেলা ১১টা ৪৬ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘ভূমিকম্পের ভয়ংকর অভিজ্ঞতা…! সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন। সৃষ্টিকর্তা সবাইকে রক্ষা করুন।’

চিত্রনায়িকা বর্ষা লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত না হলে আরও ৫–৬ সেকেন্ডে কী হতো! একদিন এমন এক জুমাবারে, এমন একটি ঝাঁকুনিতে সব ধ্বংস হয়ে যাবে। সূরা যিলযালে আল্লাহ সেই দৃশ্যের ভয়াবহতা বলে দিয়েছেন। যারা উঁচু দালান থেকে ভূমিকম্প অনুভব করেছেন, তারা ভালো টের পেয়েছেন। সেই দিন আসন্ন—অবশ্যই আসবে। ঠিক এমনই কোনো এক জুমাবারে।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, ‘ভূমিকম্প! আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন।’

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ তার অভিজ্ঞতা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে এ অভিনেতা লেখেন, আমি থাকি ১৪ তলা ভবনের ৫ম তলায়। নাস্তা খেয়ে বসেছিলাম, হঠাৎ তীব্র ঝাঁকুনি।  সমস্ত বিল্ডিং কাঁপছে। জানালা দিয়ে দেখলাম, পাশের বিল্ডিং দোলনার মতো দুলছে। মানুষজন চিৎকার করছে; আমরা রুমের আড়ার নিচে দাঁড়ালাম। মনে হচ্ছিল, পুরা ইমারত ভেঙে পড়বে। আমার দীর্ঘ জীবনে ভূমিকম্পের কম্পন বহুবার অনুভব করেছি। এমন তীব্রতা কখনো অনুভব করিনি। সবাই ভালো থাকুন।

অভিনেতা জামিল হোসেন লিখেছেন, ‘এত বড় ভূমিকম্প। আল্লাহ মাফ করো।’

এছাড়া অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘আমি আশা করি এবং প্রার্থনা করি সবাই নিরাপদে আছেন। আমি এর আগে কখনো এমন ভূমিকম্প অনুভব করিনি এবং এটি সত্যিই আমাকে নাড়িয়ে দিয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এবং তার রহমতের ছায়ায় রাখুন।’

এদিকে তারকাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও তাদের প্রিয় তারকার পোস্টে সাড়া দিয়েছেন। তারাও নিজের নিরাপদে থাকার বিষয়টি জানিয়ে পছন্দের তারকাকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ