হাসপাতালে ভর্তির আগে শেষ পোস্টে যা লিখেছিলেন ধর্মেন্দ্র

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুতে শিল্পী মহল ও ভক্তদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। ব্যক্তিগত জীবন, কাজের অভিজ্ঞতা ও পুরোনো স্মৃতি নিয়মিতই সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়া ‘হি-ম্যান’ খ্যাত এই তারকার শেষকৃত্যের ছবি ও ভিডিওতে এখন ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।

গত অক্টোবরে তার করা শেষ পোস্টে আসন্ন উৎসব ‘দশেরা’ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। সেখানে লিখেছিলেন, ‘সামনেই নতুন বছর, সকলে সুস্থ থাকুন, উন্নতি হোক সকলের।’

নভেম্বরের শুরুতেই তার অসুস্থতার খবর সামনে আসে। এর আগেও একবার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছিল দেওল পরিবার। অবশেষে বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণে বলিউডের স্বর্ণযুগের এক অধ্যায়ের ইতি ঘটল। অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দেওয়া এই তারকার মৃত্যু ভক্তদের হৃদয়ে গভীর শূন্যতা তৈরি করেছে।

ধর্মেন্দ্রর শেষকৃত্যে তাকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাইয়ে হাজির হয়েছিলেন বলিউডের বহু তারকা—অক্ষয় কুমার, সালমান খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, জায়েদ খান, অমিতাভ বচ্চন, সিদ্ধার্থ রায় কাপুর, জ্যাকি শ্রফ, আমির খান, অভিষেক বচ্চন, অগস্ত্য নন্দা, সঞ্জয় দত্ত ও অনিল কাপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement (Demo – Google AdSense will appear here after approval)