বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের উপনির্বাচনে ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ মহিবুল ইসলাম ভূঁইয়া বাপ্পীর ওয়ার্ড বিভিন্নস্থানে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মদনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উপনির্বাচনে ফুটবল প্রতীকে সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীকে ভোট চেয়ে ছুটছেন ভোটারদের কাছে। এবং বিভিন্ন পাড়া মহল্লায় ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে ভোটারদের সাথে মতবিনিময় ও উঠান বৈঠক করেন ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ মহিবুল ইসলাম ভূঁইয়া (বাপ্পী)।
মোঃ লিয়ন হোসেন এর সঞ্চালনায় এবং তাজুল ভুইয়া মোঃ রাসেল ও আল আমিন এর সার্বিক আয়োজনে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন হাজী আব্দুল মতিন মাস্টার, হাজী আব্দুল মান্নান ভূঁইয়া, আব্দুল কাদির ভূঁইয়া, মোঃ হালিম ভূঁইয়া, মোঃ মনির ভূঁইয়া, মোঃ কবির হোসেন, মোঃ আলী হোসেন, মোঃ আক্তার হোসেন, মোঃ ওবায়দুল্লাহ, মোঃ রনি ভূঁইয়া, মোঃ হায়দার ভূঁইয়া, মোঃ আমির হোসেন, মোঃ সৈকত, মোঃ তুষার, মোঃ মোফাজ্জল, মোঃ রাশেদ, মোঃ আরমান, মোঃ জাহিদ সহ অন্যান্যরা।