সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জ রেস্তোরাঁয় রাজউকের মোবাইল কোর্ট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৭৮ প্রদর্শন করেছেন

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের চাষাড়ায় আবাসিক ভবনে গড়ে উঠা রেস্তোরায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আবাসিক ভবনে রেস্তোরাঁ ও ভবনে ইমারজেন্সি এক্সিট না থাকায় ৭টি রেস্তোরাঁকে ৫০ হাজার করে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রেস্তোরাঁগুলোতে জন নিরাপত্তা ও অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে সাত দিনের সময় বেঁধে দেয়া হয়। রেস্তোরাঁগুলোতে জরিমানা করার পাশাপাশি ৭ দিনের মধ্যে রেস্তোরাঁ অপসারণ করতে নোটিশ দিয়েছে রাজউক।

আজ (১০ মার্চ, রবিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের চাষাড়া বালুর মাঠ এলাকায় এমডি স্কায়ার এবং মনির টাওয়ারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম বলেন, এমডি স্কয়ারের এই বিল্ডিংটি পরিদর্শন করে দেখা গেছে এটি আবাসিক ভবন, এটি অফিস কমপ্লেক্স হিসেবে থাকার কথা। কিন্তু অফিস কমপ্লেক্সের পরিবর্তে তারা রেস্টুরেন্ট পরিচালনা করছে। দুঃখজনক বিষয়টি হচ্ছে রেস্তোরাঁগুলোতে ইমার্জেন্সি এক্সিট সঠিকভাবে ব্যবহার করছে না প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতা থাকার কারণে আমরা প্রত্যেক রেস্তোরাঁকে জরিমানা করেছি। আগামী ৭ দিনের মধ্যে এগুলো অপসারণ করার জন্য বলা হয়েছে। যদি তারা ৭ দিনের মধ্যে অপসারণ না করে তাহলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কতৃক ভেঙে ফেলা হবে।

তিনি আরও বলেন, আমরা মোট ৭টি রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা করে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রেস্তোরাঁগুলো হচ্ছে এমডি স্কয়ার ভবনের ক্রাউন রেস্টুরেন্ট, ক্রাউন বুফ অ্যান্ড পার্টি সেন্টার, ক্রাশ স্টেশন, দ্যা ডাইনিং লঞ্জ, স্টার লাউঞ্জ, সিরাজ চুইঝাল ও মনির টাওয়ারের দাওয়াত ই মেজবান। যারা রাজউকের নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কার্যক্রম পরিচালনা করছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। আমরা চাই সবাই নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করুক।রুফটপের ক্ষেত্রে আমরা আরও বেশি সতর্ক রয়েছি।

অভিযান পরিচালনা কালে আরও উপস্থিত ছিলেন রাজউকের অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস, ইমারত পরিদর্শক মোঃ সারোয়ার হোসেন, ইমারত পরিদর্শক মোঃ তারিফুর রহমান, ইমারত পরিদর্শক মোঃ শফিউল্লাহ, ইমারত পরিদর্শক মোঃ ইমাম, ইমারত পরিদর্শক মোঃ রুবেল, ইমারত পরিদর্শক মোঃ শামসুজ্জামান নয়নসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি দল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ