নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে বাসের যাত্রী নামানো বন্ধ করতে যাত্রীবাহী বাসের বিরুদ্ধে শিমরাইল হাইওয়ে পুলিশের অ্যাকশন শুরু হয়েছে।
আজ ২০ মার্চ, বুধবার দুপুর থেকে যে সকল বাস মহাসড়কের মাঝখানে থামছে সে সকল যাত্রীবাহী বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দেওয়া হচ্ছে মামলা। পাশাপাশি যাত্রীরা যাতে মাঝখানে না নামে এই জন্য দেওয়া হচ্ছে কড়া হুঁশিয়ারি।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ একেএম শরফুদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক একটি ব্যস্ততম সড়ক। এ সড়কের শিমরাইল অংশে বাসচালকরা সড়কের মাঝখানে ডিভাইডারের ভেতরে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন। এমন ব্যস্ত সড়কের মাঝখানে নামিয়ে দেওয়ায় যাত্রীরা পড়েন জীবনের ঝুঁকিতে। তাই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে মাঝখানে যাতে আর যাত্রীবাস না থামে এই জন্য আমরা যাত্রীবাহী বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। এই অভিযান অব্যাহত থাকবে।