বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় হতদরিদ্র পরিবারের মাঝে দুই শতাধিক ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে।
অসহায় হত-দরিদ্র ও ছিন্নমূল মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ডে দুই শতাধিক হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন, মানবতার ফেরিওয়ালা খ্যাত, সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সমিতির মানবকল্যাণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী লায়ন মোঃ ইউসুফ আলী মাসুদ।
প্রকৌশলী লায়ন মোঃ ইউসুফ আলী মাসুদ এর নিজ অর্থায়নে এস ও রোডের তাঁর নিজ কার্যালয় থেকে হতদরিদ্র অসহায়দের হাতে এই ঈদ উপহার তুলে দেন তিনি।
এসময় প্রকৌশলী লায়ন মোঃ ইউসুফ আলী মাসুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশেই ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে আমার এই ঈদ উপহার বিতরণ। মানুষ মানুষের জন্য, তাই আজকে এই এলাকার হতদরিদ্র কিছু মানুষ কে ঈদ উপহার দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থেকে সেবা করে যাবো ইনশাল্লাহ।