সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন

এক্স ক্যাডেটদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২ জুন, ২০২৪
  • ১২৩ প্রদর্শন করেছেন

নিজস্ব প্রতিবেদক: নতুন প্রজন্মের যুব সমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে কবি নজরুল সরকারি কলেজ এক্স ক্যাডেট এসোসিয়েশন ও সোহরাওয়ার্দী কলেজ এক্স ক্যাডেট এসোসিয়েশনের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে এ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

খেলার টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে নির্ধারিত সময়ে গোলশূন্য সমতা থাকায় ফলাফল নির্ধারণে দারস্থ হয় টাইব্রেকারে। যেখানে ৫-৪ গোলে জয়লাভ করে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন। খেলাটি উপভোগ করতে মাঠের বাইরে স্থানীয় শতশত দর্শক উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনার দ্বায়িত্বে ছিলেন সোহরাওয়ার্দী কলেজ এক্স ক্যাডেট এসোসিয়েশনের সদস্য সচিব ও এক্স সিইউও মিদুল সুমন এবং কবি নজরুল সরকারি কলেজ এর এক্স ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি ও এক্স সিইউও বি এম সায়েম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ শামসুদ্দোহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী আজিম বেপারী, স্বনামধন্য কণ্ঠশিল্পী কিশোর পলাশ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইয়ুথ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, ওয়াসেকের আহবায়ক কমিটির, আহবায়ক মোঃ তৌফিক আহমেদ, যুগ্ম আহবায়ক মোঃ শরিফুল হাসান রুবেল, সদস্য সচিব মোঃ সুমন সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কবি নজরুল সরকারি কলেজ এর এক্স ক্যাডেট রিয়াজ।

উক্ত খেলা শুরু হওয়ার পূর্বে (ওয়াসেক) এর যুগ্ম আহবায়ক মোঃ তৌহিদুল ইসলামের বড় বোনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

উক্ত খেলাটির সার্বিক সহযোগিতায় ছিলেন ইংল্যান্ড প্রবাসী এক্স ক্যাডেট ব্যারিস্টার কামরুল হাসান তুষার।এবিষয়ে মুঠোফোনে মোহনা সংবাদ কে ব্যারিস্টার কামরুল হাসান তুষার জানান, এক্স ক্যাডেট এসোসিয়েশন (ওয়াসেক) এর সাথে আমি এবং আমার পরিবার স্বতঃস্ফূর্তভাবে জড়িত। ভবিষ্যতেও এক্স ক্যাডেট এসোসিয়েশন (ওয়াসেক) এর সকল ধরনের কাজে পাশে থাকবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ