শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

পরিবেশ দিবসে গজারিয়ায় নানা ধরনের বৃক্ষ রোপণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৯৯ প্রদর্শন করেছেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গজারিয়া উপজেলায় একযোগে ১৫ হাজার বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৫জুন) সকাল ৯টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার। এসময় স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফল-ফুল ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরে উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয় আঙিনা ও সড়কের পাশে একযোগে বৃক্ষ রোপনে অংশ নেয় সবাই। এসময় নানা ধরনের বৃক্ষ পেয়ে উচ্ছ্বাস উদ্দীপনায় মেতে উঠে উৎসাহী শিক্ষার্থীরা।

গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার বলেন, পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনকাল (২০২৪০ দিন) স্মরণে সমগ্র জেলায় ১ লক্ষ ৪১ হাজার ৬৮০টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান স্বরূপ এবং সাম্প্রতিক সময়ের দাবদাহ থেকে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলায় পরিবেশ দিবসে একযোগে ৩৫ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, এরই অংশ হিসেবে জেলা প্রশাসকের নির্দেশনায় গজারিয়া উপজেলার ১৫০০০ গাছ রোপণ কার্যক্রমে আজ ৮ টি ইউনিয়নে উৎসবমূখর পরিবেশে ৮০০০ টি বৃক্ষ রোপণ করা হয়েছে। আসুন সকলে গাছ লাগাই, বৃক্ষরোপণ আন্দোলন গড়ে তুলি এবং আমাদের ধরিত্রিকে বাঁচাতে অবদান রাখি।

এদিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন জানায়, বঙ্গবন্ধু আয়ু পেয়েছিলেন মোট ২০ হাজার ২৪০ দিন, এ সংখ্যার সাতগুণ বৃক্ষের ফুলে-ফলে মুন্সিগঞ্জ হবে রঙিন- স্লোগানে জেলায় ১ লক্ষ ৪১ হাজার ৬৮০টি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান স্বরূপ এবং সাম্প্রতিক সময়ের দাবদাহ থেকে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবসে ৩৫ হাজার গাছের চারা রোপন করা হলো। প্রতি এলাকায় বৃক্ষরোপনের জন্য করে দেওয়া হয়েছে কমিটি, জুন হতে আগস্ট মাস পর্যন্ত চলবে এই বৃক্ষরোপণ কর্মসূচি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ